বাংলাহান্ট ডেস্ক : ভাঙা হয়ে গিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন (Kolkata Metro)। পিলারে ফাটল, স্টেশন বসে যাওয়ায় সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন করে গড়তে হবে স্টেশন। এর জন্য সময় লাগবে অন্তত নয় মাস থেকে এক বছর। আগামী দিনে কী ভোগান্তি হতে চলেছে তা ভেবেই চিন্তায় পড়েছেন নিউ গড়িয়া অঞ্চলের নিত্যযাত্রীরা। তাদের জন্য এবার বড় উদ্যোগ নিল রাজ্য পরিবহন দফতর।
কবি সুভাষ মেট্রো স্টেশনের (Kolkata Metro) যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা
কলকাতা মেট্রোর (Kolkata Metro) ‘ব্লু লাইন’এর প্রান্তিক মেট্রো স্টেশন ছিল কবি সুভাষ। তা সাময়িক ভাবে বন্ধ হয়ে যাওয়ায় আপাতত প্রান্তিক স্টেশন হয়েছে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন (Kolkata Metro)। এবার নিউ গড়িয়া অঞ্চলের মেট্রো যাত্রীদের জন্য শাটল বাসের ব্যবস্থা করল পরিবহন দফতর, যা কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা দেবে।
কবে থেকে চালু হবে পরিষেবা: সোমবার থেকেই চালু হয়ে যাচ্ছে শাটল বাস পরিষেবা। পরিবহন দফতরের তরফে বলা হয়েছে, যতদিন পর্যন্ত কবি সুভাষ মেট্রো স্টেশনের (Kolkata Metro) সংস্কারের কাজ চলছে ততদিন পর্যন্ত চলবে শাটল বাস। মেট্রো ফের চালু না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে পরিষেবা। এই বাসের দৌলতে কবি সুভাষ থেকে সরাসরি শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে (Kolkata Metro) নেমে মেট্রো পরিষেবা নিতে পারবেন, যা কার্যত দেবদূতের ভূমিকাই পালন করতে চলেছে।
আরও পড়ুন : পুষ্টিগুণে ঠাসা, কিন্তু এভাবে খেলেই শরীরের জন্য ‘বিষ’! ইলিশ সঠিকভাবে রান্নার পদ্ধতি জানেন?
কত রাখা হয়েছে ভাড়া: জানা গিয়েছে, প্রতি দিন দু বেলা চলবে শাটল বাস। সকাল আটটা থেকে এগারোটা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে বাস। ৩২ টি আসন থাকছে এক একটি বাসে। ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। রাজ্য পরিবহন দফতরের এক কর্তা জানান, কবি সুভাষ মেট্রো স্টেশন (Kolkata Metro) বন্ধ থাকায় সমস্যায় পড়তে পারেন বহু নিত্যযাত্রী। তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন : আমেরিকার ‘দাদাগিরি’র পালটা চাল রাশিয়ার, পরমাণু সংঘর্ষের ইঙ্গিত! তৃতীয় বিশ্বযুদ্ধ কি অবশ্যম্ভাবী?
কবি সুভাষ মেট্রো স্টেশনটি প্রান্তিক হলেও দক্ষিণ কলকাতার খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। প্রতিদিন হাজার হাজার নিত্যযাত্রী যাতায়াত করতেন এই স্টেশনে। এখন স্টেশনটি সাময়িক ভাবে বন্ধ হয়ে যাওয়ায় বড়সড় সমস্যার মুখে পড়তে পারতেন যাত্রীরা। তবে এই শাটল বাস পরিষেবায় ভোগান্তি কিছুটা লাঘব হবে বলে বলেই আশা করছেন তারা।