সন্তু পানের পর আরেক সাংবাদিক! এবার প্রকাশ সিন্হার বাড়িতে পুলিশ, কী কারণে চলছে তল্লাশি?

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে সাংবাদিক সন্তু পানের গ্রেফতারির ঘটনায় শোরগোল পড়ে যায়। সংবাদমাধ্যমকে ‘আক্রমণের’ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট থেকে শুরু করে রাজ্যের সাধারণ মানুষ। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ফের রাজ্যের নিশানায় সংবাদমাধ্যম। বৃহস্পতিবার সাতসকালে এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিন্হার (ABP Ananda’s journalist Prakash Sinha) বাড়িতে পৌঁছে গেল পুলিশ। সকাল থেকেই চলছে তল্লাশি।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে কলকাতার একটি আবাসনে হানা দিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendra Police Station)। জানা যাচ্ছে সেই আবাসনেই থাকেন এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিন্হা। তার বাড়িতেই সকাল থেকে চলছে তল্লাশি।

কী কারণে পুলিশি হানা? সাতসকালে কী কারণে বা কোন মামলায় এই হানা, তা নিয়ে অবশ্য কিছু জানা যায়নি। এদিন বিশাল পুুলিশ বাহিনী সঙ্গে নিয়ে সাংবাদিকের বাড়িতে পৌঁছে গিয়েছে পুলিশ। তারপর থেকেই তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। বাইরের কাউকে আবাসনে ঢুকতে দেওয়া হচ্ছে না। কী নিয়ে তল্লাশি সেই বিষয়ে মুখ খুলতে চাননি পুলিশ।

police

উল্লেখ্য, কিছুদিন আগেই এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র (ABP Ananda Suman De) বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে রাজ্য। তাকে ৪১এ নোটিশ পাঠানো হয়। সন্দেশখালি থানায় ডেকে পাঠানো হয় সুমন দে-কে। যদিও পরে তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয় হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ।

আরও পড়ুন: বড় খবর! অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান, এতদিন কোথায় লুকিয়ে ছিলেন? জানলে শিউরে উঠবেন

ওদিকে কিছুদিন আগে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে কর্তব্যরত অবস্থায় সন্দেশখালি থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। টেনে হিচড়ে সাংবাদিককে নিয়ে যাওয়া হয়। পরদিন বসিরহাট আদালতে তোলা হয় তাকে। পুলিশ ১০ দিনের হেফাজত চাইলেও আদালত সন্তুকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এরপরই পরবর্তী জামিনের আর্জি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন সন্তু ও রিপাবলিক বাংলা। সেখানে মুখ পোড়ে রাজ্যের। সাংবাদিক গ্রেফতারির ঘটনায় পুলিশকে তীব্র ভর্ৎসনা করে সন্তু পান কে জামিন দেয় হাই কোর্ট।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর