বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ত্রাণ তহবিলের আয়জন করা হয়েছে। ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ত্রাণ তহবিলের আয়োজন করেছে। এই তহবিলে অর্থ সাহায্য করছে দেশের বিভিন্ন মানষজন। করোনা পরিস্থিতিতে লকডাউনের অবস্থায় দরিদ্র মানুষদের সাহায্য করা হচ্ছে এই অর্থ দিয়ে। এছাড়া করোনা মোকাবিলা করতে বিভিন্ন রকম প্রয়োজনীয় চিকিৎসাদ্রব্যও প্রস্তুত করা হচ্ছে এই অর্থ দিয়ে।
এই পরিস্থিতিতে ওএলএক্সে (OLX) একটি অ্যাড ঘুরে বেরাতে দেখা গেল। যেখানে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি গুজরাটের ‘স্ট্যাচু অফ ইউনিটি’ বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন। সেখানে স্ট্যাচু অফ ইউনিটির বিক্রির দাম ধার্য করা হয়েছে ৩০০০০ কোটি টাকা। এই টাকা নাকি করোনা ভাইরাসের প্রতিকারের জন্য হাসপাতাল এবং চিকিৎসা সামগ্রী কেনার জন্য ব্যয় করা হবে।
সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তিকে নিয়ে দেওয়া এই বিজ্ঞাপন মূহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। যার ফলে বিপাকে পড়ে ওএলএক্স কর্তৃপক্ষ ওই বিজ্ঞাপণটি তাঁদের সাইট থেকে সরিয়ে নেয়। দেশের এই সংকটের সময়ে দেশের সম্পদ নিয়ে মজা করায়, ওই অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়েছে।
সমগ্র বিশ্বে করোনা ভাইরাসে এখনও অবধি আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ লক্ষ। মৃতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। ভারতেও এই রোগ তার প্রসার ঘটিয়েছে। এখনও অবধি ভারতে আক্রান্ত হয়েছেন ৪২৯৮ জন এবং প্রাণ হারিয়েছেন ১১৮ জন। যার মধ্যে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৬৮ এবং মৃতের সংখ্যা ৭।