১৬ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে কোহলির রেকর্ড ছিনিয়ে নিলেন স্টিভ স্মিথ

 

বাংলা হান্ট ডেস্ক : কেপটাউন টেস্টের ১৬ মাস পর আবার অ্যাসেজে তাঁকে টেস্ট দলের জার্সি গায়ে দেখা গেল।গত বছর মার্চ মাসে তার বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ ওঠায় তাকে সাসপেন্ড করা হয় ।১৬ মাস পর টেস্ট জার্সিতে ফিরে এসে তাক লাগিয়ে দিলেন স্টিভ স্মিথ। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেললেও ১৪৪ রানের ইনিংস খেলে টেস্ট স্পেশালিস্ট স্মিথ টেস্টে নেমে নিজের খেলা দেখলেন।দলের প্রয়োজনের সময় দলের হয়ে লড়ে গিয়েছেন তিনি।

ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ-এর প্রথম দিনে কেরিয়ারের ২৪তম টেস্ট সেঞ্চুরি করে ব্যাক্তিগত রেকর্ড গড়লেন, সঙ্গে অনেক রেকর্ডও গড়লেন। টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে সেরা ব্যাটসম্যান কে? বিরাট কোহলি নাকি স্টিভ স্মিথ? এই নিয়ে বিস্তর তর্ক চলে। ১৬ মাস পর মাঠে নেমে টেস্ট ম্যাচে কোহলির রেকর্ড ছিনিয়ে নিলেন তিনি।কোহলি ১২৩ ইনিংসে ২৪টি সেঞ্চুরি করেছেন, সেখানে ১১৮ ইনিংস খেলে ২৪ নম্বর সেঞ্চুরি গড়ে তুলে টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান এখন স্মিথ। মাত্র ৬৬ ইনিংসে ২৪তম সেঞ্চুরি করে এই তালিকার শীর্ষে রয়েছেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান।

সম্পর্কিত খবর