বাংলা হান্ট ডেস্ক: ভারত তথা এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা আদৌ কী রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে? গত কয়েকদিন ধরে শেয়ার বাজার (Share Market) এই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই দ্বিধায় রয়েছে। ইতিমধ্যেই ব্লুমবার্গ কেপলারকে উদ্ধৃত করে জানিয়েছে যে, রাশিয়ান অপরিশোধিত তেল বহনকারী ৩ টি জাহাজ বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার জামনগরে আসছে। তারপর গত ৫ জানুয়ারি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অপরিশোধিত তেল কেনার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন। এমনকি, ভারত যদি রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বন্ধ না করে, সেক্ষেত্রে তিনি আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের টুইটার হ্যান্ডেলে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে। যেখানে বলা হয়েছে যে, কোম্পানিটি গত ৩ সপ্তাহ ধরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনেনি এবং জানুয়ারিতেও কোনও অপরিশোধিত তেল আমদানির সম্ভাবনা নেই। অর্থাৎ, তারা সমস্ত মিডিয়া রিপোর্ট উড়িয়ে দিয়েছে।
শেয়ার বাজারে (Share Market) রিলায়েন্সের হাহাকার:
যদিও রিলায়েন্সের এই প্রতিক্রিয়া মুকেশ আম্বানির কোম্পানির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে অনুমান করা হচ্ছে। মঙ্গলবার কোম্পানির শেয়ারের দাম ৫ শতাংশেরও বেশি হ্রাস পায়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৪ সালের জুনে লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকে রিলায়েন্সের শেয়ারের দাম এই প্রথম সবচেয়ে বেশি পতনের সম্মুখীন হয়েছে। এর ফলে রিলায়েন্সের ভ্যালুয়েশনও ১ লক্ষ কোটি টাকার বেশি কমেছে। এটি কোনও ছোট ঘটনা নয়। কারণ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের পতন সামগ্রিক শেয়ার বাজারে উল্লেখযোগ্য পতনের দিকে পরিচালিত করছে। সেনসেক্সও নিম্নমুখী হয়েছে।
Statement by Reliance Industries Limited:
A news report in Bloomberg claiming “three vessels laden with Russian Oil are heading for Reliance Industries Limited’s Jamnagar refinery” is blatantly untrue.
Reliance Industries’s Jamnagar refinery has not received any cargo of…
— Reliance Industries Limited (@RIL_Updates) January 5, 2026
দেড় বছরের মধ্যে সবচেয়ে বড় পতন: মঙ্গলবার, BSE-তে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার এক সময় ৫ শতাংশ কমে ১,৪৯৭.০৫ টাকায় পৌঁছে যায়। তবে, বাজার বন্ধের সময়ে এই শেয়ার ৪.৪৭ শতাংশের পতনের সঙ্গে ১,৫০৭.৬০ টাকায় দাঁড়িয়ে থাকে। এদিকে, রিলায়েন্সের শেয়ারে পতন এই কারণেই ঘটেছে কারণ, কোম্পানিটি ব্লুমবার্গের সেই রিপোর্ট অস্বীকার করেছে যেখানে জানানো হয়েছিল রাশিয়ান অপরিশোধিত তেল বহনকারী তিনটি জাহাজ তাদের জামনগর শোধনাগারে যাচ্ছে। রিলায়েন্স এই রিপোর্টকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে। এদিকে, রিলায়েন্সের শেয়ারের দাম কমে যাওয়ার কারণে, দেশের বৃহত্তম কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ভ্যালুয়েশন ১ লক্ষ কোটি টাকারও বেশি কমেছে।
আরও পড়ুন: দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে ছিন্ন প্রায় এক দশকের সম্পর্ক! নতুন সফর শুরু করলেন নীরজ চোপড়া
কী জানিয়েছে কোম্পানি: ইতিমধ্যেই ‘X’-এ প্রকাশিত এক বিবৃতিতে, কোম্পানিটি জানিয়েছে যে, তাদের জামনগর শোধনাগার গত ৩ সপ্তাহে রাশিয়া থেকে কোনও তেলের চালান পায়নি এবং জানুয়ারিতে রাশিয়া থেকে কোনও অপরিশোধিত তেলের চালানের সম্ভাবনাও নেই। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড আরও জানিয়েছে যে, একটি মিথ্যা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যা তাদের ভাবমূর্তি নষ্ট করেছে। উল্লেখ্য যে, ব্লুমবার্গের রিপোর্টে কেপলারের তথ্য উদ্ধৃত করে বলা হয়ে যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল বোঝাই ৩ টি জাহাজ রিলায়েন্সের জামনগর শোধনাগারের দিকে যাচ্ছিল। এদিকে, ভারতের বৃহত্তম কোম্পানি রিলায়েন্স, যারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া থেকে ছাড়ের হারে তেল কিনত, এখন এই ধরণের কেনাকাটা বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: নিষিদ্ধ করেছে বাংলাদেশ! আর কোন কোন দেশে সম্প্রচারিত হয় না IPL?
রাশিয়ার তেল সরবরাহ কতটা কমেছে: রয়টার্সের মতে, রিলায়েন্স রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি বন্ধ করার পর জানুয়ারিতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি আরও কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে আমেরিকা এবং ইউরোপিয় ইউনিয়নের কঠোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে ভারতে তেল সরবরাহ ইতিমধ্যেই ধীর হয়ে গেছে এবং ডিসেম্বরে আমদানি ৩ বছরের সর্বনিম্ন, প্রতিদিন প্রায় ১.২ মিলিয়ন ব্যারেলে নেমে আসে। যা, গত জুন মাসে দৈনিক সর্বোচ্চ প্রায় ২০ লক্ষ ব্যারেলের চেয়ে প্রায় ৪০ শতাংশ কম।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।












