কঠোর পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি, এই কথা আমরা সকলেই শুনেছি কিন্তু জীবনে খুব কম মানুষই কঠোর পরিশ্রম করতে পারেন৷ কঠোর পরিশ্রমের যে কোনো বিকল্প হয় না তা ফের একবার প্রমাণ করলেন এক গরীব দোকানদারের মেয়ে। কোনো রকম কোচিং-এ না পড়েই তিনি হয়েছে IAS অফিসার।
এই কন্যার নাম নামামি বানসাল। বলা হয়ে থাকে, দারিদ্র্যের সাথে লড়াই করা এই মেয়ে এখন পরিবার তথা রাজ্যের গর্ব। নামামি বানসাল ঋষিকেশের লাজপত রাই মার্গ বাসিন্দা।
তাঁর বাবা রাজকুমার বানসাল একটি ছোট দোকানদার। ঋষিকেষে তার একটি বাসনের দোকান রয়েছে। বাড়িতে পড়াশোনা করেই নমামি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। বাবা রাজকুমার বানসাল জানিয়েছেন, মেয়ের আইএএস হওয়ার খবরে তিনি আনন্দে লাফিয়ে উঠেছিলেন।
নমামির বরাবরই ভালো ছাত্রী ছিলেন। দশম শ্রেনীর পরীক্ষায় তিনি 92.4 শতাংশ নাম্বার পান। উচ্চমাধ্যমিকে তিনি 94.8 শতাংশ মার্কস পেয়েছিলেন। এমএ-তেও মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রথম হিয়েছিলেন তিনি।
নমামি বানসাল জানিয়েছেন, UPSSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কোনও ধরণের কোচিং নেননি। ইন্টারনেটের সাহায্যেই তিনি পড়াশোনা করেন এবং কঠোর পরিশ্রমই তার সাফল্যের চাবিকাঠি।