ত্বকের যত্ন নেওয়ার জন্য মুখে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর এরপর স্ট্রবেরি লেবুর রস, এবং দই দিয়ে একটা প্যাক বানিয়ে নিন। তারপরে এটি একসাথে মিশিয়ে ভালো করে ঘষে ঘষে মুখে মাখুন আলতো করে। আর তাই প্রায় পনেরো মিনিট মুখে রেখে দিন।
এরপর দেখুন আসলে জাদু। এই প্যাক সপ্তাহে তিন দিন মাখতে পারলে ত্বক থাকবে দারুণ আর ত্বকের বলিরেখা আর কালো দাগ মিলিয়ে যেতে শুরু করবে। ত্বকের যত্ন নেওয়ার জন্য তারপরে ঠান্ডা জলে মুখ ধুয়ে তা নরম তোয়ালে দিয়ে মুছে নিতে হবে।
তারপরে ফেস ক্রিম মেখে নিলে আর ত্বক থাকবে নরম আর উজ্জ্বল। সবজি আর ফল বেশী করে খেতে হবে। আর মুখ বার বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।র মেক আপ তোলার পর তুলো দিয়ে মুখে গোলাপ জল লাগিয়ে থাকেন। আবের অনেকেই রাতে শোয়ার সময় ত্বক নরম রাখার জন্য ব্যবহার করেন।আর মেক আপ তোলার পর তুলো দিয়ে মুখে গোলাপ জল লাগিয়ে থাকেন। আবের অনেকেই রাতে শোয়ার সময় ত্বক নরম রাখার জন্য ব্যবহার করেন।
সাবানের বদলে মুখ পরিস্কার করতে ব্যবহার করতে পারেন অ্যারোমেটিক ফেসওয়াশ বা আয়ুর্বেদিক ফেসওয়াশ।ত্বক পরিস্কার করতে সবসময় কাঁচা দুধ ব্যবহার করাই উচিত। কাঁচা দুধে তুলো ভিজিয়ে সেই তুলো দিয়ে চেপে চেপে মুখ, গলা, ঘাড় ভাল করে পরিস্কার করুন। আমরা নিজেদের সুন্দর লাগার জন্য মেক আপ করি। কিন্তু এই মেক আপ তুলতে না পারলে ত্বক খারাপ হয়ে যায়। এর জন্য মেনে চলতে হবে কটি নিয়ম।এর মধ্যেই গুরুত্বপূর্ণ হলো মুখের যত্ন নেওয়া।