১৫ আগস্ট (Independence Day) সিনেমাপ্রেমীদের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে। স্বাধীনতা (Independence Day) উপলক্ষ্যে একটি বা দুটি নয়, দশটি ছবি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। তাই এবারের ১৫ আগস্ট মানুষের জন্য একটু বেশিই বিশেষ। বহুদিন ধরেই রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ছবি ‘স্ত্রী ২’-এর জন্য অপেক্ষা করছেন দর্শকরা। ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবিটির অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
তালিকায় দ্বিতীয়, অক্ষয় কুমারের ছবি ‘খেল খেল মে’ও মুক্তি পেতে চলেছে ১৫ আগস্ট। এই মাল্টিস্টারার ফিল্মটি ইতালীয় সিনেমা ‘পারফেক্ট স্ট্রেঞ্জার্স’-এর রিমেক। দক্ষিণের ছবি ‘মিস্টার বচ্চন’ রবি তেজার ছবিও মুক্তি পাচ্ছে এদিন। বলা হচ্ছে এই ছবিটি খুব ভালো হতে চলে। তবে, এটি অজয় দেবগনের সিনেমা ‘রেড’-এর রিমেক। এছাড়াও মুক্তি পাচ্ছে জন আব্রাহামের ছবি ভেদা।
১৫ আগস্ট (Independence Day) সিনেমাপ্রেমীদের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে
চিয়ান বিক্রমের ছবি ‘থাঙ্গালান’ও একই দিনে মুক্তি পাচ্ছে। এই ছবিটিকে বলা হচ্ছে আসল কেজিএফ। এই ছবিটিও ১৫ আগস্ট তুমুল আলোড়ন তৈরি করতে চলেছে। এছাড়াও তালিকায় রয়েছে একটি বাংলা ছবিও। রাজ চক্রবর্তী পরিচালিত বাবলি সিনেমাটিও মুক্তি পাচ্ছে স্বাধীনতা দিবসেই। এই ছবি নিয়েও বিশেষ আগ্রহ দেখাচ্ছে বাংলার মানুষেরা। শুভশ্রীর কথা অনুযায়ী গল্পের লেখক ছবিটিতে বাবলি রূপে শুধুমাত্র শুভশ্রীকেই দেখতে চান। তাই বাবলি রূপে তাঁর উপস্থিতির জন্য বেশ উৎসাহিত দর্শকরা।
স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘ডেমন্ট কলোনি ২’। এটি ‘ডেমন্ট কলোনি’ ছবির দ্বিতীয় পর্ব। এই তালিকায় একটি ভোজপুরি ছবি ‘নিরহুয়া হিন্দুস্তানি ৪’-এর নামও রয়েছে। এই ছবিতে দেখা যাবে দিনেশ লাল যাদব নিরহুয়া ও আম্রপালি দুবেকে। ‘রঘু টাটা’ দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশের ছবি। রঘু টাটা-তে দেখা যাবে তাঁর ভিন্ন রূপ। এই ছবিটিও ১৫ আগস্ট মুক্তি পেতে চলেছে।