দুর্নীতি রুখতে কঠোর পদক্ষেপ মমতা ব্যানার্জীর অভিযোগ পেলেই করা হবে শোকজ

বাংলাহান্ট ডেস্কঃ আমফানের ত্রাণবণ্টন নিয়ে কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই প্রথমে তাকে শোকজ করা হবে, প্রয়োজনে তাকে দল থেকে বহিষ্কারও করা হবে। বৃহস্পতিবার এরকমই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)।

বৃহস্পতিবার রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলার সভাপতিকে নিয়ে ভিডিও কনফারেন্স করে দলের এই পদক্ষেপ পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। বলেছেন, যে যত বড় নেতাই হোক, ত্রাণ নিয়ে দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবেই। আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি হলে ছেড়ে কথা বলবে না রাজ্য সরকার। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

mamata banerjee 1520317958 1

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমফানের ত্রাণ নিয়ে স্বজনপোষণ হলে কড়া পদক্ষেপ করবে প্রশাসন।”এই মর্মে বিডিও ও জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি। সঙ্গে মুখ্যমন্ত্রীর আবেদন, আমফানের ত্রাণ নিয়ে অভিযোগ থাকলে বিডিও অফিসে ভাঙচুর করবেন না। প্রশাসনকে জানান, পদক্ষেপ করা হবে।

বলে রাখি, ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের ২০,০০০ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। অভিযোগ, সেই ক্ষতিপূরণ চলে যাচ্ছে শাসকদলের নেতা, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য ও তাঁদের ঘনিষ্ঠদের পকেটে। বুধবারের বৈঠকে এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান বিরোধীরা। তাঁরা বলেন, এতে একদিকে সরকারের পয়সাও খরচ হচ্ছে অন্যদিকে বদনামও হচ্ছে।

এর মধ্যেই বাংলার পরিযায়ী শ্রমিক ও জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রচারে আরও জোর দেওয়ার কথা উঠে এল এদিনের বৈঠকে। তার জন্য জেলাস্তরে আরও এক দফার সাংবাদিক বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে।

Mamata Banerjee corona

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ‍্যের স্বার্থে সবাই যাতে এক সুরে কথা বলে, সেটা দেখতে হবে। করোনা যাতে ছড়িয়ে না পড়ে, তারজন‍্য সবাইকে সতর্ক থাকতে হবে। কোভিড রোগীদের বিষয়ে আরও বেশি করে নজর দেওয়া হবে। ক্ষতিপূরণ পাওয়া থেকে কেউ বঞ্চিত হলে আবেদন করুন।

ত্রাণ নিয়ে দলবাজির কোনও জায়গা নেই। আমার কাছে ২,১০০টি অভিযোগ এসেছে। আমি সেগুলো দেখছি। আমি নিজে আমার দলের চার জনকে দল থেকে তাড়িয়েছি।” প্রয়োজন হলে দল আরও লোককে ছেঁটে ফেলতে যে দু’বার ভাববে না এদিন সেই বার্তাই দিলেন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। বৃহস্পতিবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে বিধায়ক সমীর চক্রবর্তী দাবি করেছেন, পাঁচ হাজার কোটি টাকা উঠেছে এই ফান্ডে। বিজেপি ঘনিষ্ঠ কোনও সংস্থাকে দিয়ে এর অডিট করানোর অভিযোগ তুলেছেন তিনি।

সম্পর্কিত খবর