বাংলা হান্ট ডেস্ক: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-সহ অন্যান্য আধিকারিকরা অনশনে বসলেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন জমির জবরদখল রুখতে। সোমবার শান্তিনিকেতন রোডে কবিগুরু হস্তশিল্প মার্কেটের পাশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ অধ্যাপক, আধিকারিক এবং কর্মীরা ১২ ঘণ্টা ধরে তাদের অনশন চালান। শান্তিনিকেতন রোড এর পাশে পৌষ মেলা গেটের সামনে আজ একটি মঞ্চ তৈরি করে করা হচ্ছে অনশন। জানা গেছে, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে এই ক্রিয়া কলাপ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ জানিয়েছেন, বিশ্বভারতীর আশ্রম এলাকার মধ্যে জায়গা দখল করা হয়েছে, এবং সে যায়গায় গড়ে উঠেছে কবিগুরু হস্তশিল্প মার্কেট। বিগত কয়েক বছরে শান্তিনিকেতন রোডের উপর সারি দিয়ে গড়ে উঠেছে হস্তশিল্পী ব্যবসায়ীদের দোকান ও মার্কেট, যা নষ্ট করেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এর সৌন্দর্য।
জানা গিয়েছে, গত জুন মাসে বিশ্বভারতী কর্তৃপক্ষ ওই দোকানদারদের এটি লিখিত নোটিশ দিয়ে এই সমস্ত কাজকর্ম বন্ধ করার কথা জানায়। তাতে কোনও কাজ না হওয়ায় তাঁরা মাইকিং, মিছিল-সহ একাধিক অভিযানও চালান। অনশনকারীদের দাবি, এত কিছুর পরেও কোন হেলদোল ছিল না ব্যবসায়ীদের। কাজেই বিশ্বভারতী প্রাঙ্গণের জমি জবরদখলমুক্ত করতে অবশেষে অনশনের পথ বেছে নিয়েছে বিশ্বভারতীর কর্তব্যরত সকলে।