কেরিয়ারের শেষ বলে উইকেট! খুশি ও সাফল্যের শীর্ষে থেকে ক্রিকেটকে বিদায় যুবি ৬ ছক্কার ভিলেন ব্রডের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শেষটা সকলের সুন্দর হয় না। কিন্তু ইংল্যান্ডের কিংবদন্তি ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের ক্রিকেট জীবনের শেষটা যেন হলো রূপকথার মত। অস্ট্রেলিয়ার সিরিজ জয় আটকাতে গেলে ইংল্যান্ডকে কিয়া ওভালে স্টিভ স্মিথদের আটকাতে হতো ৩৮৪ রানে। প্রথম উইকেটে ১৪০ রানের পার্টনারশিপ করে অজি ওপেনাররা ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে।

কিন্তু পঞ্চম দিনে একের পর এক উইকেট হারাতে শুরু করে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ (৫৪) ছাড়া আর কেউ কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। তিনি আউট হওয়ার পর মরিয়া লড়াই করছিলেন উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারি এবং টেল এন্ডার টড মার্ফি। আচমকাই উইকেটের বেল চেঞ্জ করে মাইন্ড গেম খেললেন স্টুয়ার্ট ব্রড।

তাতে ফলও যেন মিললো ম্যাজিকের মতো। প্রথমে মার্ফি এবং পরে ক্যারিকে আউট করে স্বপ্নের মতো নিজের টেস্ট কেরিয়ার সমাপ্ত করলেন। প্রথম ইনিংসে নিয়েছিলেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। দ্বিতীয় ইনিংসেও নিলেন খুবই গুরুত্বপূর্ণ দুটি উইকেট। শশুর বেশি টেস্ট উইকেট নিয়ে নিজের কেরিয়ার শেষ করলেন এই ইংল্যান্ডের তারকা পেসার।

broad

ভারতীয়রা তাকে চিরদিন মনে রাখবে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি সুখস্মৃতি উপহার দেওয়ার জন্য। তার বোলিং এই যুবরাজ সিং এক ওভারে ছয় ছক্কা মেরে ভারতকে জয় এনে দিয়েছিলেন বড় ব্যবধানে। সেদিন ভিলেন হয়েছিলেন তরুণ ব্রড। কিন্তু সেদিনের নায়ক যুবরাজ সিং এই বিদায় বেলায় তাকে কি বার্তা দিলেন।

যুবরাজ একজন প্রকৃত ক্রীড়াবিদের মতোই যথাযথ সম্মান জানিয়ে বিদায় বেলায় তাকে বার্তা দিয়ে বলেন, “অবিশ্বাস্য টেস্ট কেরিয়ারের জন্য অভিনন্দন। শ্রেষ্ঠ এবং লাল বলের ক্রিকেটে ভয়ে একজন সত্যিকারের কিংবদন্তি! আপনার যাত্রা এবং সংকল্প খুবই অনুপ্রেরণাদায়ক হয়েছে। পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা রইলো।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর