উচ্চশিক্ষায় আর্থিক সহায়তায় নজির! স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে বড় সুখবর শোনালেন মমতা

Published on:

Published on:

Student Credit Card 1 lakh benefitted from applications are increasing says CM
Follow

বাংলা হান্ট ডেস্ক: যারা আর্থিক অভাবের কারণে উচ্চশিক্ষা লাভ করতে পারে না। সেই উচ্চশিক্ষা লাভ করার জন্য একাধিক বেসরকারি স্কলারশিপের ব্যবস্থা করা হয়ে থাকে। তবে তৃতীয়বার ক্ষমতায় এসেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) প্রকল্প শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পে এবার বিরাট সাফল্য। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে রাজ্যে সুবিধাভোগীর সংখ্যা পেরিয়ে গেল ১ লক্ষ। মুখ্যমন্ত্রী সমাজ মাধ্য়মে নিজেই সেই সুখবর দিলেন।

রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ১ লক্ষ শিক্ষার্থী উপকৃত—উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী (Student Credit Card)

এই ক্রেডিট কার্ডের মাধ্যমে (Student Credit Card) যে কোন শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য ব্যাঙ্কের থেকে সরাসরি ঋণ নিতে পারবেন। এমনটাই সেই স্কিনে বলা হয়েছে। পাশাপাশি এই স্কিম নিয়ে বৃহস্পতিবার এক মাইলফলক ছুঁলো। যার ফলে আনন্দিত ও উচ্ছ্বসিত হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেও।

Student Credit Card 1 lakh benefitted from applications are increasing says CM

আরও পড়ুন: স্কিন রাফ হয়ে যাচ্ছে? ঘরে থাকা ৫ সহজ জিনিসেই মিলবে নরম, গ্লো করা ত্বক

পাশাপাশি শুক্রবার এক্স হ্যান্ডেল এ মুখ্যমন্ত্রী এই বিষয়ে জানিয়েছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে সুবিধাপ্রাপ্তের সংখ্যাটা ১ লক্ষ পেরিয়ে গেল। এই প্রকল্পের অধীনে পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পায়। সুদের ভারও বহন করে রাজ্য সরকার।”

মুখ্যমন্ত্রী আরও জানান, “আগামী দিনেও এভাবেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের (Student Credit Card) মাধ্যমে পড়ুয়াদের সাহায্য করবে রাজ্য। যাতে প্রতিভাবান পড়ুয়াদের সাফল্যের পথে আর্থিক অসঙ্গতি অন্তরায় না হয়।” এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, ২১ বিধানসভার নির্বাচনের ইস্তেহার প্রকাশ করে ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য এই প্রকল্প শুরু করবেন বলে তিনি জানিয়েছিলেন।

তৃতীয়বার সরকার গঠনের পর এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) প্রতিশ্রুতি পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রকল্পে ছাত্র-ছাত্রীরা সহজে ব্যাংকের থেকে ঋণ পান। যার ফলে তারা উচ্চশিক্ষা লাভ করতে পারছেন। এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকলে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ্য টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন পড়ুয়ারা। এমনকি পড়ুয়ারা চাইলে ২ লক্ষ টাকার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। সব থেকে বড় সুবিধা হল, এই দিনের ক্ষেত্রে রাজ্য সরকার নিজেই গ্যারান্টার থাকছেন। যার ফলে সুদের একটি বড় অংশ দেয় রাজ্য সরকার। এর ফলে পড়ুয়াদের অনেক কম পরিমাণে সুদের ঋণ দিতে হচ্ছে।