মারণ রোগে আক্রান্ত হয়েও ৮১% নম্বর নিয়ে পাশ করেন SSC, অবশেষে জীবনযুদ্ধে হার মানলেন দিব্যা

বাংলাহান্ট ডেস্ক : শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ ক্যান্সার। তা সত্ত্বেও সেই অসুস্থতার নিয়ে পরীক্ষা দিয়ে ৮১.৬ % নম্বর নিয়ে পাশও করেছিলেন। এরপর সবাইকে কাঁদিয়ে দিয়ে জীবনযুদ্ধে হার মানলেন দিব্যা। মহারাষ্ট্রের থানের বাসিন্দা দিব্যা ক্যান্সারকে সঙ্গে নিয়ে ৮১.০৬ % নম্বর নিয়ে উত্তীর্ণ হন এসএসসিতে। কঠোর হাতে পরীক্ষায় উত্তীর্ণ হলেও জীবন যুদ্ধে পরাজিত হতে হল তাকে। মহারাষ্ট্রের সরস্বতী বিদ্যালয়ের পড়ুয়া দিব্যা গত সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বিরল “টি সেল লিম্ফোমা ক্যানসার” রোগে আক্রান্ত হয়েছিলেন দিব্যা। সোমবার সেই বিরল রোগের কাছে হেরে গেল এক বিরল প্রতিভা।

সূত্রের খবর, গত বছর এপ্রিল মাসে বিরল “টি সেল লিম্ফোমা ক্যানসার” ধরা পড়ে দিব্যার। এর ফলে তার শরীরে ১৪টি রক্ত ট্রান্সফিউশন, ১৫টি শ্বেত রক্তকণিকা ট্রান্সফিউশন এবং ৫টি কেমোথেরাপির চিকিৎসা চালানো হয়। সরস্বতী বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য সুরেন্দ্র দিঘে জানিয়েছেন,”দিব্যা খুবই হাসিখুশি ছিল। এত অসুস্থতার পরেও আমরা সব সময় তার মুখে হাসি দেখতে পেতাম। জীবনে বহু বাঁধার সম্মুখীন হয়েছে সে। বেশ কিছুদিন ধরে কঠিন পরিস্থিতির মাধ্যমে যেতে যেতে গত সোমবার ও মারা যায়।”

   

গত জানুয়ারি মাসে দিব্যার সব ধরনের চিকিৎসা সমাপ্ত হয়। তার বাবা জানিয়েছেন,”পরীক্ষার মাত্র কিছুদিন আগে ও পড়াশোনা শুরু করে। ওর স্কুলের শিক্ষকরা ওকে খুবই সাহায্য করেছিল। পরীক্ষায় ভালো ফল করার ব্যাপারেও খুব আশাবাদী ছিল। অসুস্থতা নিয়েও পরীক্ষা দিয়েছিল। পরীক্ষার শেষের দিকে হঠাৎ করেই হারপিসে আক্রান্ত হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও পরীক্ষা দিয়ে ৮১.৬ % নম্বর নিয়ে বিএসসি পাস করেছে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর