‘বাংলাদেশি’ সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর, খাস কলকাতায় উত্তেজনা

Published on:

Published on:

Students assaulted in Kolkata over Bangladeshi suspicion near Sealdah

বাংলা হান্ট ডেস্কঃ খাস কলকাতায় বাংলাদেশি সন্দেহে এবার পড়ুয়াদের উপর নৃশংস হামলার অভিযোগ উঠল। অভিযোগ, বাংলাদেশি সন্দেহে একদল ছাত্রকে মারধর করা হয় শিয়ালদহ (Sealdah) রেল ব্রিজের নীচে। এই ঘটনায় শহর জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

শিয়ালদহ (Sealdah) ব্রিজের নিচে এক দোকানদারের সঙ্গে বচসা থেকে হামলার সূত্রপাত

সূত্রের খবর, বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) কারমাইকেল হোস্টেলের এক ছাত্র মোবাইলের সরঞ্জাম কিনতে যান শিয়ালদহ (Sealdah) ব্রিজের নীচে এক দোকানে। সেখানে দাম নিয়ে বচসা বাঁধে দোকানদারের সঙ্গে। অভিযোগ, দোকানদার হিন্দিভাষী ছিলেন এবং পড়ুয়াকে বাংলা বলার জন্য গালাগালি করেন। এরপর তাঁকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মারধর করা হয়।

আক্রান্ত ছাত্র হোস্টেলে ফিরে গিয়ে সহপাঠীদের নিয়ে ফের ওই দোকানে পৌঁছন। অভিযোগ, তখন আশপাশের একাধিক ব্যবসায়ী তাঁদের উপর চড়াও হয়। ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ তুলেছেন পড়ুয়ারা। ঘটনায় চারজন গুরুতর জখম হন। তাঁদের মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়।

ঘটনার পর ছাত্ররা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, এবং থানার বাইরে বসেই বিক্ষোভ শুরু করেন তাঁরা। তাঁদের দাবি, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

Students assaulted in Kolkata over Bangladeshi suspicion near Sealdah

আরও পড়ুনঃ প্রকাশ্যে কুণালের হোয়াটসঅ্যাপ চ্যাট, ‘টাকা দিয়ে সেটেলমেন্ট’ করতে চাওয়ার ‘প্রমাণ’ দিলেন তিলোত্তমার বাবা মা

প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই ভিনরাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে রাজ্যের শাসক দল সরব হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে বারবার কেন্দ্রকে আক্রমণ করেছেন। কিন্তু এবার প্রশ্ন উঠেছে খোদ কলকাতা শহরকে নিয়েই। কলকাতায়ও কি বাঙালিরা নিরাপদ? এখন দেখার, শিয়ালদহের (Sealdah) এই ঘটনায় পুলিশের পদক্ষেপ কী হয় এবং শাসক দল এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায় কিনা।