ছাত্র ছাত্রীদের সংগঠন প্রয়াসের সাংস্কৃতিক মূল্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হল

 

ইন্দ্রানী সেন, বাঁকুড়া:’সততা আমাদের ধর্ম, সেবা আমাদের ব্রত’ এই স্লোগানকে সামনে রেখে ছাত্র ছাত্রীদের সংগঠন প্রয়াসে’র পক্ষ থেকে ইন্দাসের ছোট গোবিন্দপুর এস.এন পাঁজা হাইস্কুলে একটি সাংস্কৃতিক মূল্যায়ন অনুষ্ঠান হলো। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন সমাজ সেবী শিব প্রসাদ চৌধুরী ও আকুই এক অঞ্চলের উপ প্রধান দীনবন্ধু নন্দী।

 

প্রয়াস বর্ধমান বাঁকুড়া সীমানা সংলগ্ন এলাকায় প্রান্তিক শিশু শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশ ও পঠনপাঠনের জন্য একটি স্কুলের উদ্বোধন করেছে। যেখানে প্রয়াসের সদস্যরা সম্পূর্ণ বিনামূল্যে তাদের পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা, গান, কবিতা, নাচ শেখানোর উদ্যোগ নিয়েছে। ‘প্রয়াসে’র আবেদনে সাড়া দিয়ে ইন্দাস ব্লক এলাকার প্রশাসনিক আধিকারিক সহ অন্যান্যরা এই সংগঠনের পাশে দাঁড়িয়েছেন।

eb935 img 20190624 wa0018

প্রয়াসের সদস্য সৌম্যদীপ গুঁই ও সপ্তর্ষি নন্দী, অরন্য ঘোষালের কথায়,” নিজেদের ব্যাস্ততম সময়ের ফাঁকে প্রয়াসের সদস্যরা ছাত্র ছাত্রীদের অত্যন্ত যত্ন নিয়ে কবিতা নাচ আঁকা শেখানোর পাশাপাশি পাঠদান ও করে থাকে। আজকের অনুষ্ঠান মূলত মূল্যায়নের আমরা ওদের কতটা শিখিয়েছি বা ওরাই কতটা আয়ত্ত করেছে এটা দেখার জন্য।” অনুষ্ঠানে অংশগ্রহণ কারী প্রয়াসের শিশু পড়ুয়া বর্ষা রায়, প্রিয়াঙ্কা রায়, হাসিনা খাতুন, রাজু তামাংরা বলে, ” এই ধরনের কোন অনুষ্ঠানে প্রথম অংশ নিয়ে ভীষণ ভাল লাগছে। দাদা দিদিরা খুব যত্ন করে সবকিছু শিখিয়েছে।”


সম্পর্কিত খবর