বদলি হয়ে চলে যাচ্ছেন শিক্ষক, তাকে জড়িয়ে ধরে কান্না পড়ুয়াদের! ভাইরাল আবেগঘন ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : এ যেন সিনেমার গল্প। বদলি হয়ে যাচ্ছেন স্কুল শিক্ষক আর তাকে ছাড়তে নারাজ পড়ুয়ারা। চোখের জলে জাপটে ধরে আছেন শিক্ষককে। এমনই এক ঘটনার সাক্ষী থাকলো উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একটি স্কুল। কোথাও পড়ুয়া নেই আবার কোথাও শিক্ষক নেই। শিক্ষাক্ষেত্রে উত্তরপ্রদেশের এই ছবি পরিচিত সারা দেশের কাছে। কিন্তু এরই মাঝে এক অন্য ছবি ধরা পরল উত্তরপ্রদেশে। শিক্ষকের বদলির অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়ারা ফেলছেন চোখের জল।

এই ঘটনাটি উত্তরপ্রদেশের পাহাড়ি এলাকার চান্দৌলির রায়গড় প্রাথমিক স্কুলের। গত চার বছর ধরে এই স্কুলের শিক্ষকতা করছেন শিবেন্দ্র সিংহ। সম্প্রতি তার বদলির অর্ডার এসেছে। মঙ্গলবার ছিল চান্দৌলির রায়গড় প্রাথমিক স্কুলে তার শেষ দিন। একটি ভিডিওতে দেখা যায় শেষ দিনের এক অনুষ্ঠানে চোখের জল ধরে রাখতে পারছে না পড়ুয়ারা। চোখের জল মুছছেন শিবেন্দ্রও। জাপটে ধরে পড়ুয়াদের বারবার আশ্বাস দিচ্ছেন,”দুঃখ করোনা, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে। মন দিয়ে পড়াশুনা কর ,ভালো রেজাল্ট করতে হবে।”কিন্তু এইসব আশ্বাসের মধ্যেও শান্ত হচ্ছেন না পড়ুয়ারা।

বিদায় বেলার অনুষ্ঠানে স্কুল এবং পড়ুয়াদের তরফ থেকে শিবেন্দ্রর হাতে তুলে দেওয়া হয় উপহার। স্কুলের পড়ুয়ারা জানিয়েছেন, শিবেন্দ্রের পড়াশোনার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। বিভিন্ন মজাদার গেমস এর মাধ্যমে তিনি পড়ান। ইন্টারনেটের সাহায্য নিয়েও পড়ুয়াদের বিভিন্ন বিষয় সচেতন করেন।

মাঠের মাঝে বসে ছাত্র-ছাত্রীদের নিয়ে শিবেন্দ্র বলেন, “পাহাড়ে আমরা খেলাধুলা করতাম। বিভিন্ন বিষয় নিয়ে ওদের বোঝাতাম। ওদের ছেড়ে যেতে খুব খারাপ লাগছে।” আর পাঁচজনের থেকে আলাদাভাবে পড়াশোনা করিয়েই সবার মনে জায়গা করে নিয়েছিলেন শিবেন্দ্র।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর