বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ প্রায় শেষের পথে, কিছুদিন পরই বিদ্যালয়ে (School) শুরু হবে নতুন ছাত্র- ছাত্রী ভর্তির পক্রিয়া। এবার শিক্ষাঙ্গনে ভর্তি নিয়েও আজব বিজ্ঞপ্তি ( Notice )। পড়ুয়ার বাড়ি এক কিলোমিটারের বেশি দূরে হলে আর বিদ্যালয়ে ভর্তি নয়! সাফ জানিয়ে দিল বিদ্যালয় কর্তৃপক্ষ।
পূর্ব মেদিনীপুরের মহিষাদলের শতাব্দীপ্রাচীন স্কুলের এই বিজ্ঞপ্তি নিয়ে রীতিমতো শোরগোল পরে গেছে গোটা এলাকায়। বিজ্ঞপ্তির কথা অবশ্য স্বীকার করে নিয়েছেন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সঞ্চিতা গিরি। তিনি জানান ,“ তার স্কুলে শিক্ষকের অভাব রয়েছে। তাই পঞ্চম শ্রেণিতে বেশি ছাত্রী ভর্তি নিতে পারব না। স্কুলের পরিচালন সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কেবল মাত্র একটি গ্রামের ছাত্রীদের ভর্তি নেওয়া হবে।’’ তাঁর সংযুক্তি, ‘‘স্কুলে শিক্ষিকার ঘাটতি না মিটলে পঞ্চম শ্রেণিতে ছাত্রী ভর্তি নিতে পারব না।”
রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে নির্দিষ্ট একটি গ্রামের নাম উল্লেখ করে স্কুল তরফে বলা হয়েছে, সংশ্লিষ্ট সেই গ্রামে বসবাসকারী ছাত্রীরা বা ওই গ্রামের প্রাথমিক স্কুলের ছাত্রীরাই কেবল মাত্র ওই স্কুলে ভর্তির আবেদন করতে পারবে।
বিজ্ঞপ্তির বয়ানঃ ‘‘কেবল মাত্র গড়কমলপুর গ্রামের অধীনস্থ বিদ্যালয় অথবা গড়কমলপুর গ্রামের বাসিন্দারাই পঞ্চম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে।’’
প্রাক স্বাধীনতাকালে তৈরি হওয়া এই বিদ্যালয়ে ভর্তির আগ্রহ রয়েছে আশেপাশের এলাকার বহু পড়ুয়ার। তবে বিদ্যালয় তরফে প্রকাশিত আই বিজ্ঞপ্তির পর কপালে চিন্তার ভাঁজ পড়েছে ছাত্রী সহ অভিবাবকদের।