বিনামূল্যেই স্মার্টফোন এবং ট্যাবলেট বিতরণ করা হবে পড়ুয়াদের, নির্বাচনের পূর্বেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্কঃ সামনেই রয়েছে নির্বাচন। তার আগেই বেশকিছু বড় ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi adityanath)। স্মার্টফোন এবং ট্যাবলেট বিতরণ করা হবে স্নাতক এবং স্নাতকত্তোর শিক্ষার্থীদের জন্য। আর এই কাজ শুরু করা হবে বিজেপি নেতা এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী অর্থাৎ ২৫ শে ডিসেম্বর থেকেই- এমনটা জানাল যোগী আদিত্যনাথ সরকার।

জানা গিয়েছে, ৬০০০০ স্মার্টফোন এবং ৪০০০০ ট্যাবলেট বিতরণ করতে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী। আর এই সংখ্যা দেশের ইতিহাসে এই প্রথম। লখনউয়ের বাজপেয়ী একনা স্টেডিয়ামে ভারতরত্ন অটল বিহারী অনুষ্ঠানে B.Tech, BA, B.Sc, MA, ITI, MBBS, MD, M.Tech, PhD এবং উন্নয়নমূলক কোর্সের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে উপহার। দেওয়া হবে প্রায় এক লক্ষ স্মার্টফোন এবং ট্যাবলেট।

yogi adityanath 17

সূত্রের খবর, এই প্রক্রিয়া স্বচ্ছ এবং সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য জিইএম পোর্টালে অর্ডার দেওয়া হয়েছে। বলা হয়েছে ১৭.৭৫ লাখ মোবাইল ও ট্যাবলেট দিতে হবে আগামী ২৪ শে ডিসেম্বরের আগেই। ১০,৭৪০ টাকা করে ১০.৫ লক্ষ স্মার্টফোন এবং ১২,৬০৬ টাকা করে ৭.২০ লক্ষ ট্যাবলেটের অর্ডার দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ২,০৩৫ কোটি টাকার অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন রাজ্যের প্রতিটি জেলা থেকে মহিলা শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক পড়ুয়ারা।

এবিষয়ে আইটি এবং ইলেকট্রনিক্স-এর বিশেষ সচিব কুমার বিনীত বলেন, ‘জিইএম পোর্টালে স্মার্টফোন এবং ট্যাবলেট সরবরাহের জন্য লাভা, স্যামসাং এবং এসারের মতো কোম্পানিগুলির কাছে অর্ডার দিয়েছে সরকার’। নির্বাচনের পূর্বে যোগী সরকারের এই ঘোষণা খুবই লাভদায়ক হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর