এবার রামচরিত মানসের জীবন দর্শন পড়বে BA-র পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত এই রাজ্যের সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান সরকার বড় সিদ্ধান্ত নিল। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চ শিক্ষা বিভাগের BA-র প্রথম বর্ষের পড়ুয়াদের রামচরিতমানসের পাঠ পড়ানো হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যক্রমে রামচরিত মানসের ব্যবহারিক দরশন যুক্ত করা হবে। শোনা যাচ্ছে যে, দর্শনের পাঠ্যক্রমে এই অধ্যায় যুক্ত করা হবে। আর রামচরিতমানসের উপরে ১০০ নম্বরের পরীক্ষাও হবে। তবে ছাত্রদের জন্য এটি একটি ঐচ্ছিক বিষয় হিসেবে থাকবে।

রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী মোহন যাদব বলেছেন, বিএ প্রথম বর্ষের পড়ুয়ারা এখন থেকে রামচরিতমানসের জীবন দর্শন পড়বে। দর্শন শাস্ত্রের প্রফেসররা পড়ুয়াদের রামচরিতমানস পড়াবেন। উনি বলেন, দেশের আগামী প্রজন্ম যদি রামচরিতমানস পড়ে, তাহলে তাঁদের চরিতে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের মতো হবে। ভগবান রামের চরিত্রে সাহিত্য, শিল্প আর সংস্কার রয়েছে। মন্ত্রী বলেন, এটা ঐচ্ছিক বিষয় হিসেবে থাকবে। যেই পড়ুয়ার ইচ্ছে হবে তাঁরা এই বিষয়টি বেছে নিতে পারবে।

এর আগে মধ্যপ্রদেশের শিক্ষা মন্ত্রী বিশ্বাস সারঙ্গ জানিয়েছিলেন যে, রাজ্যের MBBS পড়ুয়াদের প্রথম বর্ষের সিলেবাসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সংস্থাপক কে. বি. হেডগেওয়ার, ভারতীয় জনসঙ্ঘের নেতা দীনদয়াল উপাধ্যায়, স্বামী বিবেকানন্দ আর বিআর আম্বেদকরের সিদ্ধান্ত এবং জীবন দর্শন নিয়ে পড়ানো হবে।

শিক্ষামন্ত্রী সারঙ্গ জানিয়েছিলেন। ‘এর প্রথম উদ্দেশ্য হল MBBS-এর পড়ুয়াদের সামাজিক আর নৈতিক মূল্যবোধ সম্পর্কে জ্ঞান দেওয়া। কে. বি. হেডগেওয়ার, দীনদয়াল উপাধ্যায় আর স্বামী বিবেকানন্দ সঙ্ঘের হিন্দুত্বর পথের অংশ। এনারা ভারতীয় জনতা পার্টির বইচারিক এবং রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে মান্যতা পান।”

শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘MBBS-র প্রথম বর্ষের পড়ুয়াদের আয়ুর্বেদের জনক মহর্ষি চরক আর শল্য চিকিৎসার জনকরূপে পরিচিত ভারতের মহান চিকিৎসাশাস্ত্রী ঋষি শুশ্রতর বিষয়ে পড়ানো হবে।”

শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘MBBS-র প্রথম বর্ষের পড়ুয়াদের হেডগেওয়ার, দীনদয়াল উপাধ্যায়, স্বামী বিবেকানন্দ আর আম্বেদকর সহ ভারতের মহান জ্ঞানীগুণী ব্যক্তিদের বিষয়ে জ্ঞান দেওয়া হবে। এই মহান ব্যক্তিদের জীবন দর্শন নিয়ে দেওয়া বিচার ছাত্রদের নৈতিক মূল্য এবং সিদ্ধান্তের পাশাপাশি সামাজিক আর চিকিৎস্য নৈতিকতা জাগ্রত করবে।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর