বিমানের ককপিটে পড়াশুনা করবে পড়ুয়ারা, অভিনব গ্রন্থাগার বানিয়ে তাক লাগালেন স্কুলের প্রধান শিক্ষক

বাংলাহান্ট ডেস্কঃ কথায় বলে শিক্ষার কোন বয়স নেই, সময় নেই। যে কোন বয়সেই, যে কোন সময়েই শিক্ষা গ্রহণ করা সম্ভব। তবে এবার দেখা গেল শিক্ষার কোন স্থান হয় না। যে কোন স্থানেই শিক্ষা গ্রহণ সম্ভব, তা সে স্কুলের শ্রেণীকক্ষ হোক কিংবা বিমানের ককপিট। শুনতে অবাক লাগছে, বিমানের মধ্যে আবার পড়াশুনা!

271712892 3178219609123487 7995578611593117676 n

ঠিকই শুনেছেন, বাস্তবে কিছুটা এমনই কান্ড ঘটালেন সমস্তিপুরের এক স্কুলের প্রধান শিক্ষক মেঘান সাহনি। নিজের পকেটের টাকা খরচ করে পড়াশুনার প্রতি পড়ুয়াদের মনযোগ বাড়ানোর জন্য বিদ্যালয়ের লাইব্রেরীটিকে বিমানে রূপান্তরিত করলেন প্রধান শিক্ষক মেঘান সাহনি। আর এমনটা করে তাক লাগিয়ে দিলেন এই শিক্ষক।

271803506 3178219439123504 4058775646887495591 n

প্রধান শিক্ষকের এমন কাজের জন্য সর্বজন প্রশংসা পাচ্ছে সমস্তিপুরের মহিউদ্দিন নগর ব্লকের শিবাইসিংপুর গ্রামে অবস্থিত আপগ্রেডেড মিডল স্কুলটি। সেই স্কুলেরই প্রধান শিক্ষক স্কুলের লাইব্রেরিটিকে একটি বিমানের রূপে সাজিয়ে তুলেছে। সেখানে ১৫ থেকে ২০ শিক্ষার্থী একসঙ্গে বসে পড়াশোনাও করতে পারবেন বলে জানা গিয়েছে।

271793836 3178219465790168 2007530238569692934 n

জেলা সদর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে পাটোরি মহকুমার মহিউদ্দিন নগর ব্লকের শিবিসিংহপুর গ্রামে অবস্থিত এই স্কুলটি। স্কুলের এই গ্রন্থাগারের নামকরণ করা হয়েছে শিক্ষা উদ্যান।

271799608 3178219545790160 5883506870815474280 n

এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মেঘান সাহনি বলেন, মহিউদ্দিন নগরের নন্দনী গ্রামে শিক্ষা এক্সপ্রেসটি ট্রেনের আকারে তৈরি করা হয়েছিল। এরপর ছাত্রছাত্রীরা বিমানের আকারে একটি গ্রন্থাগার তৈরির অনুরোধ করেন। আর যা থেকেই গড়ে তোলা হয় এই শিক্ষা উদ্যান নামক বিমানাকৃতি গ্রন্থাগার। এতে করে পড়ুয়াদের মধ্যে শিক্ষার আগ্রহটাও অনেকখানি বেড়ে যাবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর