টি-২০ ক্রিকেটে ডবল সেঞ্চুরি করে ধামাকা করলেন এই অখ্যাত ভারতীয় ব্যাটসম্যান

বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেটের সব থেকে ছোট ফরম্যাট টি-টোয়েন্টি ক্রিকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে যদিও এখন অনেক ব্যাটসম্যানই সেঞ্চুরি করে ফেলেছেন। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা কার্যত কেউ ভাবতেই পারেন না। এটা একটা অসম্ভব ব্যাপার। বিশ্বের তাবড় তাবড় মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল, আন্দ্রে রাসেল পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করতে পারেন নি।

এবার সেই অসম্ভবকে সম্ভব করে দেখালো ভারতের এক অখ্যাত ক্রিকেটার। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিশত রান করে বিশ্ব ক্রিকেটে নজির গড়লেন দিল্লির ব্যাটসম্যান সুবোধ ভাটিয়া।

1625829187 new project 2021 07 09t164213 653

সিম্বা-র বিরুদ্ধে দিল্লি একাদশের হয়ে এদিন ব্যাটিং করতে নেমে ছিলেন তিনি। ওপেন করতে নেমেই তিনি ঘটিয়ে ফেললেন এই অসম্ভব কান্ড এবং টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করে ফেললেন তিনি। 79 বলে 205 রানের মারকাটারি ইনিংস খেলেন সুবোধ, সুবোধের এই ইনিংসটি সাজানো ছিল 17 টি চার এবং 17 টি ছক্কা দিয়ে। তার স্ট্রাইক রেট ছিল 259.49।

1625828890 new project 2021 07 09t163725 909

সুবোধের এই ডাবল সেঞ্চুরির রেকর্ড সারা বিশ্বের কাছে এক নজির হয়ে রয়ে গেল। আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা আইপিএল কিংবা অন্যান্য প্রতিযোগিতাতেও কেউ এই রান করতে পারেনি। আর সুবোধের এমন ইনিংস দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন এবার হয়তো আইপিএলের দরজাও খুলে গেল সুবোধ ভাটিয়ার জন্য।

ad

Udayan Biswas

সম্পর্কিত খবর