বাংলাহান্ট ডেস্ক: বিজেপি (bjp) ছেড়ে এসে তৃণমূলে (tmc) যোগ দিলেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় (subhadra mukherjee)। যোগ দিলেন ধীরজ পণ্ডিতও। বিজেপি ছেড়ে এসেই দলের সম্পর্কে বিষ্ফোরক মন্তব্য করলেন সুভদ্রা। যাদের মনুষ্যত্ব আছে তারা বিজেপি ছেড়ে দেবেন, এমনটাই বক্তব্য অভিনেত্রীর।
তৃণমূলের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা দলীয় পতাকা তুলে দেন সুভদ্রা মুখোপাধ্যায় ও ধীরজ পণ্ডিতের। তৃণমূলে যোগ দিয়ে সুভদ্রা বলেন, ‘সবকা সাথ সবকা বিকাশে মোহভঙ্গ হয়েছে। মনুষ্যত্ব যাদের আছে তারা বিজেপি ছেড়ে দেবেন। দিদির পাশেই সবার দাঁড়ানো উচিত। বিজেপির মতো ফ্যাসিস্ট দলকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই হারাতে পারেন।’
এদিন তৃণমূলে যোগ দেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অদিতি মুন্সিও। তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর এবার নিজেই রাজনীতির ময়দানে নামলেন অদিতি। আসন্ন নির্বাচনে তাঁকে প্রার্থী করার সমূহ সম্ভাবনাও রয়েছে। এর আগেও তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে তাঁকে। উল্লেখ্য, ২০১৮ সালে দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অদিতি।
এদিন তৃণমূলে যোগ দিয়ে অদিতি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করায় আমি কৃতজ্ঞ। মমতাই বাংলার রূপকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই কাজ করব।”
গতকালই তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় ও ব্রাত্য বসুর উপস্থিতিতে ত্যণমূলে যোগ দেন সায়ন্তিকা। গত দশ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হলেও আজ আনুষ্ঠানিক ভাবে দলে যোগ দেন তিনি।
দলীয় পতাকা হাতে নিয়ে সায়ন্তিকা বলেন, “বিগত দশ বছর ধরে দিদির সঙ্গেই ছিলাম, আছি, থাকব। তবে এই মুহূর্ত থেকে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলাম। এখন সবার উচিত এগিয়ে আসা। বাংলা কিন্তু নিজের মেয়েকেই চায়। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়।”