বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ শুভঙ্কর সাহা (subhankar saha)। একাধিক সিরিয়ালে নিজের দক্ষ অভিনয়ের জেরে অচিরেই দর্শকদের ভালবাসার পাত্র হয়ে উঠেছিলেন। জনপ্রিয়তাও এসেছিল দ্রুত। সেই সঙ্গে এসেছিল দুঃসময়ও। একের পর এক আঘাতে দিশেহারা হয়ে পড়েছিলেন শুভঙ্কর। প্রিয়জনদের মৃত্যু তাঁকে বাধ্য করেছিল নেশার আশ্রয় নিতে। এসবের মাঝে কেরিয়ারটাই ডুবতে বসেছিল শুভঙ্করের!
তুমি রবে নীরবে এবং জড়োয়ার ঝুমকো, এই দুটি সিরিয়াল থেকেই জনপ্রিয়তার শীর্ষে ওঠেন শুভঙ্কর। দুটি সিরিয়ালেই তাঁর বিপরীতে ছিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। বিশেষ করে তুমি রবে নীরবে সিরিয়ালে মূক ও বধির চরিত্রে অভিনয় করে প্রভূত প্রশংসা কুড়িয়েছিলেন শুভঙ্কর।
কিন্তু সুসময় মানুষের সর্বক্ষণ চলে না। হঠাৎ করেই যেন কালো মেঘ ঘনিয়ে আসে শুভঙ্করের জীবনে। একটার পর একটা দুর্ঘটনা ঘটে যেতে থাকে তাঁর পরিবারে। প্রথমে নিজের প্রিয় দিদিকে হারান শুভঙ্কর। আচমকা এই আঘাতে ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু সেটা ছিল সবে শুরু। এই ঘটনার পরপরই মৃত্যু হয় অভিনেতার মায়ের।
মা ছিলেন শুভঙ্করের সবথেকে বড় ভরসার জায়গা। মাকে হারিয়ে যেন দিশেহারা হয়ে পড়েছিলেন অভিনেতা। শোক থেকে মুক্তি পেতে নেশার আশ্রয় নেন তিনি। ধীরে ধীরে ডুবে যেতে থাকেন নেশায়। শুরু স্নায়ুর সমস্যা। এরপরেই আরেক অঘটন। মা, দিদিকে হারানোর পর আর একমাত্র সম্বল বাবাকেও হারিয়ে ফেলেন শুভঙ্কর।
এক ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন অভিনেতা। শুটিং করছিলেন ঠিকই। কিন্তু তিনি যেন নিজের মধ্যে ছিলেন না। নেশার প্রভাবে মাঝে মধ্যেই কাজের জায়গায় মেজাজ হারিয়ে ফেলতেন তিনি। এমনকি একটা সময় নিজের কাছের মানুষদেরও চিনতে পারছিলেন না শুভঙ্কর। শরীর, মন দুদিক থেকেই সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছিলেন তিনি।
তবে সে সময়ে সবাই ছেড়ে গেলেও একজন মানুষ কক্ষণো হাত ছাড়েননি শুভঙ্করের। তিনি তাঁর স্ত্রী। স্বামীর সবথেকে খারাপ সময়টায় তাঁর পাশে শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। নেশামুক্ত করতে রিহ্যাবে ভর্তি করতে হয়েছিল শুভঙ্করকে। সাত সাতটি রিহ্যাবে কাটাতে হয়েছিল তাঁকে। অভিনয়, সর্বোপরি নিজের কাছের মানুষদের থেকে দূরে থাকতে হয়েছিল শুভঙ্করকে।
তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ। নিজের মনের জোরে তো বটেই, স্ত্রীর মানসিক জোরেও নেশার হাতছানি কাটিয়ে উঠতে পেরেছেন শুভঙ্কর। ফিরেছেন ক্যামেরার সামনেও। দশ বছরের বিবাহ বার্ষিকীতে স্ত্রীর উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে শুভঙ্কর বললেন, “ও না থাকলে আমি বাঁচতাম না।” উল্লেখ্য, এই মুহূর্তে তিনি বরণ ও ত্রিশূল সিরিয়ালে অভিনয় করছেন।