বাংলাহান্ট ডেস্ক: একসময় ছিলেন একে অপরের প্রতিপক্ষ। একই ইন্ডাস্ট্রির সহ অভিনেত্রী হয়েও ঘোর শত্রু হয়ে উঠেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। উপলক্ষ, পরিচালক রাজ চক্রবর্তী। প্রেম ভাঙা গড়ার খেলা একে অপরের বিরোধী করে তুলেছিল মিমি শুভশ্রীকে। সেসব অবশ্য আগের কথা। এখন যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই নায়িকার।
বাংলার দূর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে। সেই আনন্দে, কৃতজ্ঞতায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানিয়েছিলেন, ‘দলমত নির্বিশেষে’ এই শোভাযাত্রায় অংশ নিতে। তৃণমূলের নেতামন্ত্রীদের সঙ্গে টলি ও টেলিপাড়ার বহু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, পরিচালক, গায়ক গায়িকারাও যোগ দিয়েছিলেন এদিনের অনুষ্ঠানে।
টলিউডের পরিচিত মুখদের মধ্যে এদিন ছিলেন মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেত্রীরা। ছিলেন শ্রীতমা ভট্টাচার্য, লাভলি মৈত্র, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সোনামণি সাহা, সৌমিতৃষা কুণ্ডুর মতো অভিনেত্রীদের।
টলি ও টেলিপাড়ার অভিনেত্রীরা একসঙ্গে একটি নৃত্যানুষ্ঠান করেন। সেখানে নেচেছেন মিমি, সায়ন্তিকা। অন্যদিকে শুভশ্রী একাই নেচে মঞ্চ মাতিয়েছেন। একসঙ্গে বহু বছর বাদ লেন্সবন্দিও হয়েছেন মিমি শুভশ্রী। লাল স্লিভলেস ব্লাউজ আর লাল হলুদ সবুজ শাড়িতে সেজেছিলেন মিমি চক্রবর্তী। অন্যদিকে লাল শাড়ি, ঘিয়ে ব্লাউজ পরেছিলেন শুভশ্রী।
বিনোদুনিয়ার খোঁজখবর যারা রাখেন, তারা জানবেন শুভশ্রীকে বিয়ের আগে মিমির সঙ্গে সম্পর্কে ছিলেন রাজ চক্রবর্তী। সে সম্পর্ক ভেঙে যাওয়ার পর শুভশ্রীর সঙ্গে প্রেম, অতঃপর বিয়ে। একসময় নাকি মুখ দেখাদেখি বন্ধ ছিল দুই অভিনেত্রীর। অবশ্য ইউভানের জন্মের পর কোনো তিক্ততা মনে রাখেননি মিমি। খুদেকে ঝুড়িভর্তি উপহার পাঠিয়েছিলেন মিমি মাসি।