বাংলাহান্ট ডেস্ক: প্রত্যেক বছরের মতো এ বছরেও মহানায়ক সম্মান (Mahanayak Samman) প্রদানের আয়োজন করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীর দিনই এই বিশেষ পুরস্কার প্রদান করা হয় টলিউডের কৃতী শিল্পীদের। এ বছরে যেসব তারকারা মহানায়ক সম্মান পেয়েছেন তাঁদের মধ্যে অন্যতম নাম শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মহানায়ক সম্মান নিয়েছেন তিনি।
মহানায়ক উত্তম কুমারের নামে এই পুরস্কারের আয়োজন করা হয় রাজ্য সরকারের তরফে। এ বছর শুভশ্রী সহ পাঁচজন পেলেন এই সম্মান। সোশ্যাল মিডিয়ায় পুরস্কার নেওয়ার মুহূর্তের কিছু ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘মহানায়ক সম্মান পাওয়া অত্যন্ত গর্বের বিষয়। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই প্রত্যেক শিল্পীকে সম্মান জানানোর জন্য এবং প্রতিটি শিল্পের পাশে দাঁড়ানোর জন্য। এটা আমাদের প্রতিবার আরো ভাল করতে অনুপ্রাণিত করে’।
গতবারের পুরস্কার প্রাপক নুসরত জাহান, মৌনি রায়রা শুভেচ্ছা জানালেও কমেন্ট বক্স উপচে পড়েছে সমালোচনায়। একজন লিখেছেন, ভাগ্যিস উত্তম কুমার বেঁচে নেই। যদি দেখতেন তোমরা মোয়ানায়ক তাহলে গলায় দড়ি দিতেন। আরেকজন লিখেছেন, পুরস্কারের নামটা বদলানো দরকার। মহানায়ককে এভাবে অসম্মান করা উচিত নয়। এইসব অভিনেতা অভিনেত্রীরা যুগ যুগ তপস্যা করলেও মহানায়কের ছিটেফোঁটাও হতে পারবেন না।
শুভশ্রীর বিরুদ্ধে টাকা দিয়ে পুরস্কার কেনার অভিযোগও উঠেছে। অনেকের মতে, স্বামী রাজ চক্রবর্তী তৃণমূল বিধায়ক হওয়ায় অতিরিক্ত খাতিরদারি পান তিনি। টাকা দিয়ে মহানায়ক সম্মান কিনেছেন শুভশ্রী, উঠেছে এমন অভিযোগ।
তবে সমালোচনার পাশাপাশি কয়েকজন শুভশ্রীর হয়েও কথা বলেছেন। যারা তাঁর অভিনয় দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তাদের ইন্দুবালা ভাতের হোটেল, পরিণীতা, হাবজি গাবজি দেখার পরামর্শ দিয়েছেন শুভশ্রী ভক্তরা।