বাংলা হান্ট ডেস্ক : খুব শীঘ্রই পৃথিবীর আলো দেখবে রাজ (Raj Chakraborty) শুভশ্রীর (Subhashree Ganguly) দ্বিতীয় সন্তান। ফাইনালি প্রমোশন পেতে চলেছে ইউভান। এবার বড় দাদা হবে সে। যদিও তার কোলে ভাই নাকি বোন আসতে চলেছে সেটা এখন বলা সম্ভব নয়। তবে শুভশ্রী মনেপ্রাণে চান যে, তার যেন মেয়েই হয়। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে নিজের মনের কথা জানিয়েছিলেন অভিনেত্রী।
আপাতত প্রেগন্যান্সির প্রতিটি মুহুর্ত চুটিয়ে উপভোগ করছেন নায়িকা। কাজও করছেন চুটিয়ে। ‘ডান্স বাংলা ডান্স’র শ্যুটিং-র পাশাপাশি ‘আবার প্রলয়’র প্রচারণাতেও সামিল হয়েছিলেন অভিনেত্রী। পাশাপাশি বিজ্ঞাপনের শ্যুটিং-ও করছেন নায়িকা। দিনকয়েক আগেই কাজের সূত্রে পাড়ি দিয়েছিলেন মুম্বাইয়ের উদ্দেশ্যে। আবার পুজোটাতেও জমিয়ে আনন্দ করেছেন।
সবে মিলিয়ে শুভশ্রীর জীবনে এখন খুশি আর আনন্দের বন্যা। নায়িকাকে এরকম খুশি দেখে ভক্তরাও কম উৎসাহী নন। তবে এসবের মাঝেই সকলের মনে যে প্রশ্নটা খচখচ করছে তা হল, ইউভানের খেলার সঙ্গী হিসেবে ভাই আসছে নাকি বোন? কৌতুহল মেটাতে সেই ভবিষ্যৎবাণীও হয়ে গেল এইদিন। আর তাও আবার ডান্স বাংলা ডান্স’র সেটেই।
আরও পড়ুন : ফিরল বালেশ্বর দুর্ঘটনার স্মৃতি! অন্ধ্রের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা, শতাধিক হতাহতের আশঙ্কা
এইদিন তিন বিচারকের ভবিষ্যতে কী আছে সেটাই খুঁজে বার করল কেকে আর সাকি। সেখানেই দেখা গেল, শুভশ্রীর ভবিষ্যৎ। আজ থেকে বছর ১৫ পর নাকি এক সুন্দর বাড়ির মালিক হবেন নায়িকা। আর সেই বাড়ি জুড়ে খেলা করবে শুভশ্রীর ৪ টি ছেলে এবং ৮ টি মেয়ে। যদিও এই ভবিষ্যতবাণীতে খুশি হওয়ার জায়গায় শুভশ্রীকে আতঙ্কিতই বেশি মনে হচ্ছিল।
আরও পড়ুন : নামমাত্র খরচ, সুচিকিৎসার জন্য বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের! উপকৃত হবেন কয়েক কোটি মানুষ
ওদিকে মিঠুনদাও চুপ থাকার পাত্র নন। তিনি পাশ থেকে ফোড়ন কেটে বলেন, ‘ওটা তো আর বাড়ি থাকবে না।’ এরপরেই হাসির রোল ওঠে গোটা সেটজুড়ে। উল্লেখ্য, দ্বিতীয় প্রেগন্যান্সির পর থেকেই আলোচনায় রয়েছেন নায়িকা। সাধ ভক্ষণ থেকে শুরু করে সাত মাসের অনুষ্ঠান সবটাই সারছেন সাদামাটা ভাবেই। ওদিকে কাজের কথা বললে, প্রেগন্যান্সির কারণেই ‘দশম অবতার’র অফার হাতছাড়া হয় তার। শুভশ্রী এগিয়ে যাওয়ার সাহস দেখালেও, এই অবস্থায় তাকে কাজ করতে দিতে রাজি ছিলেননা সৃজিত। তারপর থেকেই নাকি শুভশ্রী আর সৃজিতের সম্পর্কে খানিক ভাঁটা পড়েছে।