টাইমলাইনবিনোদন

করিনার পর তিনিই সাইজ জিরো, হিন্দি সিনেমায় কাজ করেছেন শুভশ্রীও! জানেন ছবির নাম কী?

বাংলাহান্ট ডেস্ক: নয় নয় করে কম দিন হল না টলিউডে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (Subhashree Ganguly)। এখন সিনিয়র অভিনেত্রীদের তালিকাতেই ফেলা যায় তাঁকে। বর্ধমানের মেয়ে ইন্ডাস্ট্রিতে পা রেখে অচিরেই নিজস্ব ব্র‍্যান্ড তৈরি করে নেন। মূলধারার ছবি থেকে ভিন্নধর্মী ছবি পর্যন্ত শুভশ্রীর সফরটা যথেষ্ট চমকপ্রদ।

crockex

টলিউডের প্রথম সারির অভিনেত্রী হওয়ার দরুন জনপ্রিয়তাও বড় কম নেই শুভশ্রীর। কিন্তু এখন ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা অভিনেত্রীরাই বাইরে গিয়ে কাজ করছেন। কেউ হিন্দি সিনেমায়, কেউ বা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। শুভশ্রীকে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি থেকে বেরোনোর নামও করতে দেখা যায় না।


তবে জানলে অবাক হবেন, শুভশ্রী কিন্তু ইতিমধ‍্যেই একটি হিন্দি ছবিতে কাজ করে ফেলেছেন। সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, করিনা কাপুর খান তাঁর কাছে অনুপ্রেরণা। তাঁর পরে তিনিই সাইজ জিরো অভিনেত্রী। বলিউড থেকে অনেক আগেই তাঁর কাছে প্রস্তাব এসেছিল।

‘স্পার্ক’ নামে একটি ছবিতে কাজও করেছিলেন তিনি। তবে সম্পূর্ণ করেননি। কিছু কারণবশত অর্ধেক শুটিং করে ছবিটি ছেড়ে দেন শুভশ্রী। তিনি জানতেন ছবিটি মুক্তি পাবে না। কিন্তু অদ্ভূত ভাবে ছবিটি পরে রিলিজ করেছিল, যদিও তা কীভাবে সম্ভবপর হয়েছিল তা তিনি জানেন না আজো‌।

প্রসঙ্গত, শুভশ্রীকে শেষ বার দেখা গিয়েছিল ‘বৌদি ক‍্যান্টিন’ ছবিতে। এক মহিলার রান্নার কাজের মাধ‍্যমে স্বাবলম্বী হওয়ার গল্প বলেছে বৌদি ক‍্যান্টিন। ছবির পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ‍্যায়। তবে বক্স অফিসে তেমন ভাল ব‍্যবসা করতে পারেনি ছবিটি। আগামীতে অবশ‍্য একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে শুভশ্রীর।

আসন্ন ডক্টর বক্সী ছবিতে শুভশ্রী রয়েছেন মৃণালিনীর ভূমিকায়। পেশায় একজন লেখিকা তাঁর চরিত্রটি। পাশাপাশি ইন্দুবালা ভাতের হোটেল ছবিতেও দেখা যাবে শুভশ্রীকে। ছবির পোস্টারে প্রস্থেটিক মেকআপের কল‍্যাণে এক নিমেষে বৃদ্ধা হয়ে গিয়েছেন তিনি!

কল্লোল লাহিড়ীর অত‍্যন্ত জনপ্রিয় উপন‍্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’কে পর্দায় আনতে চলেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। ওয়েব সিরিজে মুখ‍্য চরিত্র ইন্দুবালার ভূমিকায় থাকছেন শুভশ্রী। এটাই তাঁর ওয়েব ডেবিউ।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker