বাংলাহান্ট ডেস্ক: টলিউড নায়িকাদের মধ্যে এখন সম্ভবত সবথেকে বেশি ব্যস্ত সম্ভবত শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। গত কয়েক মাস ধরে একের পর এক ছবি মুক্তি পাচ্ছে তাঁর। কিছু আগেই শুট করা, কিছু নতুন। সদ্য পুজোয় মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘বৌদি ক্যান্টিন’। ভাল সাড়া পেয়েছে ছবিটি। এবার ফের নতুন সিনেমা নিয়ে হাজির পর্দার ‘পরিণীতা’।
সপ্তাশ্ব বসু পরিচালিত ‘ডক্টর বক্সী’ (Doctor Bakshi) ছবিতে দেখা যাবে শুভশ্রীকে, একথা আগেই জানা গিয়েছিল। পোস্টার সহ এক ঝলকও দেখা গিয়েছিল ছবির। সেখানে পরমব্রতর মুখে শোনা গিয়েছিল শ্রীমদ্ভগভত গীতার শ্লোকও। প্রথম ঝলকেই বেশ নজর কেড়েছিল ডক্টর বক্সী। অবশেষে দর্শকদের দাবি মেনে টিজার প্রকাশ্যে আনলেন নির্মাতারা।
ডক্টর বক্সী চরিত্রটির সঙ্গে আগেই পরিচয় করিয়েছিলেন পরিচালক সপ্তাশ্ব। ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতেই আত্মপ্রকাশ করেছিলেন ডক্টর বক্সী। এবার একটা আস্ত ছবিই তৈরি হতে চলেছে চরিত্রটিকে নিয়ে। পরমব্রতকে দেখা যাবে ডক্টর বক্সীর ভূমিকায়। অন্যদিকে শুভশ্রী রয়েছেন মৃণালিনীর ভূমিকায়। পেশায় একজন লেখিকা তাঁর চরিত্রটি।
বিভিন্ন ঘটনার টানাপোড়েনে দানা বাঁধে রহস্য। জড়িয়ে পড়েন শুভশ্রী ছাড়াও বনি সেনগুপ্ত এবং মাহি কর। এখানে বনিকে দেখা যাবে একজন জেল ফেরত আসামীর চরিত্রে। তবে নতুন টিজারে শুধু মৃণালিনীর সঙ্গেই পরিচয় হয়েছে দর্শকদের।
প্রসঙ্গত, কিছুদিন আগেই দূর্গাপুজো উপলক্ষে মুক্তি পেয়েছে শুভশ্রী এবং পরমব্রত অভিনীত ‘বৌদি ক্যান্টিন’। এক মহিলার রান্নার কাজের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার গল্প বলেছে বৌদি ক্যান্টিন। ছবির পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পুজোয় প্যান্ডেল হপিংয়ের মাঝেই সিনেমা হলে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। একই দিনে একাধিক ছবি মুক্তি পেলেও সবকটি ছবিই বেশ ভাল ব্যবসা করেছে।