বাংলাহান্ট ডেস্ক : আগেই আইনের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী। এবার মুখ খুললেন খোদ অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে তীব্র ট্রোল হন তিনি। যেখানে কাতারে কাতারে মানুষ চড়া দামে টিকিট কেটেও মেসির এক ঝলক দেখতে পেলেন না, সেখানে শুভশ্রী রীতিমতো মেসির পাশে দাঁড়িয়ে ছবিও তুলে নিলেন। অনেকেই কটাক্ষ করেছিলেন, তারকা হওয়ার ‘সুবিধা’ নিয়েছেন শুভশ্রী। এবার ট্রোলের মুখে নীরবতা ভাঙলেন নায়িকা।
মেসি বিতর্কে মুখ খুললেন শুভশ্রী (Subhashree Ganguly)
শুভশ্রী বলেন, আমন্ত্রণ পেয়েই মেসির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সে কারণেই শনিবার সকালে হোটেলে পৌঁছে গিয়েছিলেন তিনি। মেসির সঙ্গে সেখানেই প্রথম দেখা হয় তাঁর এবং তখনই তোলেন ছবি। শুভশ্রী বলেন, তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন তখনই মেসির পিআর টিমের তরফে যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁকে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। মেসিকে ঘিরে নানান ব্যবস্থাপনা রয়েছে, তাই তিনি গেলে তাঁদেরই সুবিধা হবে বলে জানান তাঁরা।

কী বললেন শুভশ্রী: কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুধুমাত্র শুভশ্রীকেই আমন্ত্রণ জানানো হল? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, উত্তরটা মেসির পিআর টিমই ভালো দিতে পারবে। শুভশ্রী (Subhashree Ganguly) আরও বলেন, যুবভারতী যাওয়ার সময়েই তাঁর সহকারী টিম ছবিগুলি আপলোড করার চেষ্টা করেছিলেন। কিন্তু মাঠে জ্যামার ফিট থাকায় ছবিগুলি পোস্ট করা যায়নি।
আরও পড়ুন : মেসিকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা, দেখা করবেন প্রধানমন্ত্রী, দিল্লিতে লিওর হোটেলের এক রাতের ভাড়া কত জানেন?
ছবি দেরিতে পোস্ট হওয়ার কারণ: লিও মেসি মাঠে পৌঁছান সাড়ে এগারোটা নাগাদ। মাঠের পরিস্থিতি শুভশ্রী নিজেও দেখেছিলেন। তারপরেই সেখান থেকে বেরিয়ে যান তিনি। তখনই নাকি প্রযুক্তির গণ্ডগোলের কারণে ছবিগুলি পোস্ট হয় সোশ্যাল মিডিয়ায়। সেটা পরে লক্ষ্য করেন শুভশ্রী।
আরও পড়ুন : মা-কাকিমার চরিত্রে অভিনয়, সমকামী বিয়ের জেরে চর্চায় জি বাংলার জনপ্রিয় অভিনেত্রী!
মাঠের অশান্ত পরিস্থিতির কারণ হিসেবে আয়োজকদেরই দোষ দিয়েছেন শুভশ্রী (Subhashree Ganguly)। অভিনেত্রী বলেন, তিনি নিজে তো মাঠে ছিলেন না। কিন্তু তাঁকে যেভাবে কটাক্ষ করা হচ্ছে যেন তিনি মাঠে মেসির পাশে মাঠে ছিলেন। তিনি পালটা প্রশ্ন তুলেছেন, তাঁর দোষটা কোথায়? তিনি আরও বলেন, তিনি একজন নারী, বাংলা ছবির অভিনেত্রী বলেই কি তাঁকে আক্রমণ করা হচ্ছে? বলিউডেও করিনা কাপুর গিয়েছিলেন, শাহরুখ খানও তো এসেছিলেন ছবি তুলতে। এমনকি তাঁকে প্রাক্তন প্রেমিকা, তাঁর দুই সন্তানকে আক্রমণ করা হচ্ছে, এটা তিনি মেনে নেবেন না বলেই জানান শুভশ্রী।












