মা শুভশ্রীর কোলে বসে ভাইফোঁটা ইয়ালিনীর, প্রণামের কথা বলতেই যা কাণ্ড করল ইউভান…

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবার ধুমধাম করে ভাইফোঁটা উদযাপন করেছে টলিপাড়া। ঘরোয়া ভাবেই পরিবারের সদস্যদের নিয়ে ভাইফোঁটার অনুষ্ঠান করতে দেখা গিয়েছে তারকাদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তারকাদের ভাইফোঁটা স্পেশ্যাল ছবি। বিশেষ ভাবে নজর কেড়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) দুই সন্তান ইউভান এবং ইয়ালিনীর ভাইফোঁটার ছবি।

শুভশ্রীর (Subhashree Ganguly) দুই ছেলেমেয়ের জনপ্রিয়তা তুঙ্গে নেটপাড়ায়

চক্রবর্তী পরিবারের দুই খুদেই টলিপাড়ার জনপ্রিয় স্টারকিড। অন্যান্য তারকাদের মতো রাখঢাক নয়, ইউভান ইয়ালিনীকে নেটিজেনদের চোখের সামনেই রেখেছেন রাজ শুভশ্রী (Subhashree Ganguly)। দুজনের নানান মজার কাণ্ডকারখানা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। দুই খুদের ভাইফোঁটার ভিডিওতেও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটনাগরিকরা।

Subhashree Ganguly shared yuvaan yaalini bhaiphota photo

ইউভান ইয়ালিনীর ভাইফোঁটা: ভিডিওতে দেখা গিয়েছে, মায়ের কোলে বসে দাদা ইউভানকে ফোঁটা দিচ্ছে ছোট্ট ইয়ালিনী। মেয়ের আঙুলে চন্দন লাগিয়ে ছেলের কপালে ঠেকিয়ে শুভশ্রী (Subhashree Ganguly) ভাইফোঁটার ছড়া বলতেই আধো আধো স্বরে ইয়ালিনীও বলে ওঠে ‘ভাইফোঁটা’। তার মুখে আধো আধো করা শুনে আপ্লুত সকলে।

আরও পড়ুন : খুনের প্ররোচনার প্রমাণ নেই, রিয়াকে ক্লিনচিট, সিবিআই রিপোর্টকে চ্যালেঞ্জ সুশান্তের পরিবারের

ভিডিও দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা: প্রণামের জন্য ইউভানকে পা এগিয়ে দিতে বলতেই সটান বোনের কোলে পা তুলে দিতে যায় রাজ-পুত্র। তার কাণ্ড দেখে হেসেই কুটিপাটি উপস্থিত পরিবারের সদস্যরা। শুভশ্রীই (Subhashree Ganguly) ইয়ালিনীর দু হাত ধরে দাদার পায়ে ঠেকিয়ে প্রণাম করান। ইউভান ইয়ালিনীর আরও কিছু মিষ্টি ছবিও ভাগ করে নিয়েছেন শুভশ্রী।

আরও পড়ুন : ‘ঘর ওয়াপসি’ শোভনের, নয়া NKDA চেয়ারম্যানকে ভাইফোঁটায় কী দিলেন মুখ্যমন্ত্রী?

ভাইবোনের মধ্যে এমন আদুরে বন্ধন দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের। অনেকেই মন্তব্য করেছেন, ছেলেমেয়েকে সুন্দর শিক্ষা দিচ্ছেন শুভশ্রী। মা হিসেবে সত্যিই সফল তিনি, এমনটাই কমেন্ট করেছেন অনুরাগীরা। শুধু ইয়ালিনীই নয়, রাজের ভাগ্নীদের থেকেও ভাইফোঁটা পেয়েছে ইউভান। অন্যদিকে প্রতিবারের মতো এবারও রাজ্যের দিদিরা ফোঁটা দিয়েছেন ভাইকে।