ছেলে সামলে ফের শুটিং শুরু শুভশ্রীর, বাড়িতেই শুরু করে দিলেন তোড়জোড়! দেখুন ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত সেপ্টেম্বর থেকেই সোশ‍্যাল মিডিয়া মেতে রয়েছে শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (subhashree ganguly) ও রাজ চক্রবর্তীর (raj chakraborty) সদ‍্যোজাত ছেলে ইউভানকে (yuvaan) নিয়ে। ২ মাস বয়সের এই খুদে ছোটখাটো সেলিব্রিটি হয়ে উঠেছে ইতিমধ‍্যেই। ভূমিষ্ঠ হয়েই মা বাবার জনপ্রিয়তাকে রীতিমতো টেক্কা দিচ্ছে সে।

এখন রাজ শুভশ্রীর ইনস্টাগ্রাম হ‍্যান্ডেল খুললেই চোখে পড়বে শুধু ছেলে ইউভানের ছবি। সন্তান জন্মের পর থেকে নিজেদের ছবি খুব কমই শেয়ার করেন অভিনেত্রী। উপরন্তু করোনা আবহে ঘরে ছোট্ট সন্তান থাকায় বাইরে বেরোনোরও ঝুঁকি নিতে নারাজ শুভশ্রী। তবে সম্প্রতি অনেকদিন পর বান্ধবীদের সঙ্গে রেস্তোরাঁতে হ‍্যাংআউট করতে যান তিনি।


তবে ইউভানকে সামলে এবার যে তিনি নিজের কেরিয়ারের দিকেও ফের মনোযোগ দিতে শুরু করেছেন শুভশ্রী তা তাঁর সোশ‍্যাল মিডিয়া পোস্ট থেকেই বেশ স্পষ্ট। করোনা আবহে ঘরে ছোট্ট সন্তানের জন‍্য বাইরে বেরিয়ে শুটিংয়ে ভরসা পাচ্ছেন না অভিনেত্রী। তাই এবার বাড়িতেই ফটোশুট করে দিলেন তিনি।

সম্প্রতি সেই শুটের তোড়জোড়েরই একটি ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন শুভশ্রী। বাড়িতেই আলো সেট করে নিজের ফোনের ক‍্যামেরাতেই শুটের জন‍্য তৈরি তিনি। সঙ্গে সাহায‍্যকারী হিসাবে হাজির ভাগ্নি সৃষ্টি পাণ্ডেও। নিজেই নিজের ছবি তুলবেন তিনি এবার, এমনি ক‍্যাপশন দিয়েছেন শুভশ্রী।

https://www.instagram.com/p/CIBFZ0oAPJy/?igshid=1pzz1tcdwqsu

তবে শুভশ্রী ও সৃষ্টির এই কাণ্ডকারখানা অবশ‍্য ক‍্যামেরাবন্দি করেছেন রাজ চক্রবর্তী। অপরদিকে শুভশ্রীর এই ছবির কমেন্ট বক্সে মজা করতে দেখা গিয়েছে অঙ্কুশ হাজরাকে। মশকরা করে তিনি লিখেছেন, ‘তাই ভাবি তোকে ছবিতে ভালো ভালো লাগে কিকরে’। পাল্টা উত্তর দিতে ছাড়েননি অভিনেত্রীও। তাঁরও সটান জবাব, ‘তোর থেকেই তো শিখলাম’।

https://www.instagram.com/p/CH4auqygBaJ/?igshid=103v2xr9prjyg

প্রসঙ্গত, সম্প্রতি স্বামী রাজের সঙ্গে একান্ত মুহূর্তের কিছু ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন শুভশ্রী। রাজকে জড়িয়ে ধরে গালে আদরের চুম্বন করতে দেখা যায় অভিনেত্রীকে। শুধু তাই নয়, রাজের একটি ছবিও নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেন শুভশ্রী। সঙ্গে লেখেন, ‘আমার হ‍্যান্ডসাম রাজ চক্রবর্তী’।

X