তারকা বলে ‘ভিআইপি পরিষেবা’? লাইনে না দাঁড়িয়ে বড়মার সামনে বসে পুজো দিয়ে তুমুল ট্রোলড শুভশ্রী

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কালীপুজোয় এখন কলকাতা, বারাসতের সঙ্গে সঙ্গে নৈহাটিও বিশেষ নজর কাড়তে শুরু করেছে। আর নৈহাটির কালীপুজো মানেই ‘বড়মা’। কথায় বলে, ধর্ম যার যার, বড়মা সবার। মায়ের কাছে নাকি মন থেকে যা চাওয়া হয়, মা তাই দেন। সারাবছরই বড়মার কাছে ভিড় লেগেই থাকে। তবে কালীপুজোর দিন কার্যত উপচে পড়ে ভক্তদের ঢল। বড়মার সামনে ভক্তদের ভিড়ে এক হয়ে যায় আমজনতা থেকে তারকারাও। ইদানিং টলিউডের বেশ কিছু ছবি মুক্তিতে বড়মার কাছে পুজো দিতে দেখা যাচ্ছে তারকাদের। ‘ধূমকেতু’ মুক্তির সময় যুগলে পুজো দিতে এসেছিলেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। মায়ের আশীর্বাদ নিয়ে গিয়েছিলেন। কালীপুজোর দিন আবারও দেখা মিলল শুভশ্রীর (Subhashree Ganguly)। তবে এবার আর সঙ্গে দেব নয়, বাস্তবের স্বামী পরিচালক রাজ চক্রবর্তী।

কালীপুজোর রাতে বড়মার কাছে রাজ-শুভশ্রী

কালীপুজোর রাতে বড়মার সামনে উপচে পড়া ভিড়ের মাঝে নজর কেড়ে নিলেন রাজ শুভশ্রী (Subhashree Ganguly)। ভক্তদের লাইনের সামনে বাঁশের ব্যারিকেড। তার এপারে কার্যত বড়মার বিগ্রহের একেবারে সামনে বসেই পুজো দিতে দেখা গেল টলিপাড়ার হেভিওয়েট দম্পতিকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ফেটে পড়লেন নেটপাড়ার একাংশ। সাধারণ মানুষ যখন লাইনে অপেক্ষারত মাকে একঝলক দেখার জন্য, পুজো দেওয়ার জন্য, তখন রাজ শুভশ্রী (Subhashree Ganguly) কীসের জোরে পৌঁছে গেলেন মায়ের একেবারে সামনে?

Subhashree Ganguly trolled for allegedly getting special treatment at boro maa kalipujo

সমালোচনায় মুখর হল নেটজনতা: ভিডিওর কমেন্ট বক্সে উপচে পড়েছে কটাক্ষ। একজন লিখেছেন, ‘সাধারণ মানুষ যারা দাঁড়িয়ে আছেন, অনেক কষ্টে দূর থেকে পুজো দিতে এসেছেন, তাদের সঙ্গে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পুজো দিতে পারতেন’। আরেকজন লিখেছেন, ‘আমিও আমার পরিবার নিয়ে গিয়েছিলাম। এত ভিড় বলার মতো নয়, আর যখন ঢোকালো ১ মিনিটও দাঁড়াতে দিল না’। কয়েকজন কটাক্ষ করে লিখেছেন, ‘ধর্ম যার যার বড়মা টলিপাড়ার’। আবার কেউ কেউ প্রতিবাদ করে লিখেছেন, বড়মাকে নিয়ে কেন এমন কথা বলা হচ্ছে? তারকাদের বা পুজো কমিটিদের জবাব দেওয়া উচিত।

আরও পড়ুন : ‘দীপবীর’ জুটির দিওয়ালি ধামাকা! বিরাট সারপ্রাইজ দিয়ে মেয়ে দুয়ার ছবি সামনে আনলেন অভিনেত্রী

আগেও হয়েছে বিতর্ক: এটা অবশ্য প্রথম নয়, এর আগেও ‘সেলিব্রিটি ট্রিটমেন্ট’ নিয়ে উঠেছে প্রশ্ন। দেব শুভশ্রী (Subhashree Ganguly) ‘ধূমকেতু’ মুক্তির সময় বড়মার কাছে পুজো দিতে গিয়ে মন্দিরের ছাদে উঠে ভক্তদের উদ্দেশে হাত নেড়েছিলেন। সেই ভিডিও নিয়েও নানান কথা হয়েছিল। তারকা বলেই কি এই বিশেষ অনুমতি? উঠেছিল প্রশ্ন। যদিও দেব বা শুভশ্রী (Subhashree Ganguly) কেউই কোনও মন্তব্য করেননি এ বিষয়ে। আর এবার শুভশ্রী এবং রাজের কালীপুজোর ভিডিও নিয়েও শুরু হল আরেকপ্রস্থ সমালোচনা।

আরও পড়ুন : রাজনৈতিক পরিবারের বউ এবার তৃণমূলের প্রার্থী? মুখ্যমন্ত্রীর পুজোয় ‘ডি জোনে’ এন্ট্রি নিতেই চর্চায় সুদীপ্তা

প্রসঙ্গত, পুজোআচ্চা নিয়ে বরাবরের আগ্রহ রাজ শুভশ্রীর। তাঁদের আরবানার ফ্ল্যাটে রথযাত্রা, রাস উৎসব, গণেশ পুজো, লক্ষ্মীপুজো হয়। রাজের প্রোডাকশন হাউজে ধুমধাম করে হয় সরস্বতী পুজো। আবাসনের দুর্গাপুজোতেও সপরিবারে অংশ নিতে দেখা যায় রাজ শুভশ্রীকে।