বাংলাহান্ট ডেস্ক: দিন দিন বাড়ছে ইউভানের (yuvaan) জনপ্রিয়তা। মাত্র আট মাসেই সে খুদে সেলিব্রিটি। এমনকি খ্যাতির নিরিখে মা বাবা শুভশ্রী গাঙ্গুলী (subhashree ganguly) ও রাজ চক্রবর্তীকেও ছাড়িয়ে গিয়েছে ইউভান। ছেলের ছবি শেয়ার করলেই মুহূর্তে ভাইরাল।
১২ জুলাই দশ মাসে পা দিল ছোট্ট ইউভান। এদিন ছেলের একটি মিষ্টি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান শুভশ্রী। ঘুমন্ত ইউভানের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘সকলকে শুভরাত্রি আমার রাজপুত্রের তরফে।’ কিন্তু ছবিটি শেয়ার করতেই তুমুল সমালোচনার শিকার হন অভিনেত্রী।
ঘুমন্ত শিশুর ছবি শেয়ার করতে নেই, এটুকু জ্ঞানও কি মা হয়ে নেই শুভশ্রীর? প্রশ্ন তুলে অভিনেত্রীকে আক্রমণ করেছে নেটিজেনদের একপক্ষ। একজন লিখেছেন ঘুমন্ত শিশুর ছবি তুলবেন না বা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবেন না। এতে সন্তানের খারাপ বই ভাল হবে না। তবে কোনো উত্তরই পাওয়া যায়নি শুভশ্রীর তরফে।
https://www.instagram.com/p/CRO-R9AAEXo/?utm_medium=copy_link
প্রসঙ্গত, সম্প্রতি দু চাকা ছেড়ে চারচাকা চালাতে শিখছে ইউভান। তাও আবার মাত্র সাড়ে নয় বছর বয়সে। বাবার কোলে কখনো বসে, কখনো দাঁড়িয়ে আবার কখনো খানিক লাফিয়ে গাড়ি চালানো শিখছে ছোট্ট ইউভান। কিন্তু এর মাঝেও গাড়ির স্টিয়ারিং কিন্তু হাতের থেকে ছাড়েনি সে। ইউভানকে দেখে রাজের মুখের হাসি থামছে না।
ছেলের কাণ্ডকারখানার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট ছেলে এখন দু চাকা ছেড়ে চার চাকায় পৌঁছে গিয়েছে। সাড়ে নয় মাসে গাড়ি চালাতে শিখছে’। ইউভান ও রাজের কিছু মিষ্টি ছবি উঠে এসেছে শুভশ্রী গাঙ্গুলীর ইনস্টা হ্যান্ডেলেও। নেটিজেনরা আদরে ভরিয়ে দিয়েছে ছোট্ট ইউভানকে।