মেসির সঙ্গে ছবি তোলাই কাল হল, নেটপাড়ায় তুমুল কটাক্ষের শিকার শুভশ্রী

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কলকাতায় পা পড়েছে লিওনেল মেসির। ফুটবলের রাজপুত্রকে একবার চোখের সামনে দেখার জন্য যুবভারতীতে ভিড় করেছিলেন কাতারে কাতারে ভক্তরা। শুধু শহর কলকাতা নয়, ভিন রাজ্য থেকেও অনেকে ছুটে এসেছিলেন মেসিকে দেখার জন্য। কিন্তু পরিকল্পনা ছিল একরকম, আর কার্যক্ষেত্রে ঘটল আরেক রকম। লিওকে ভালো ভাবে দেখতে না পাওয়ার ক্ষোভে কার্যত তছনছ হল যুবভারতী। এর মাঝেই অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) মেসির সঙ্গে ছবি শেয়ার করে পড়লেন বিপাকে।

মেসির সঙ্গে ছবি তুললেন শুভশ্রী (Subhashree Ganguly)

কলকাতায় আসছেন মেসি। এই সুযোগ কি কেউ মিস করতে চায়? সেলিব্রিটিরাও পিছিয়ে থাকেননি। সুদূর মুম্বই থেকে উড়ে এসেছেন শাহরুখ খান। দেখা মিলেছে বাংলার সেলিব্রিটিদেরও। তবে এদিন বিশেষ ভাবে নজর কেড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলে স্পটলাইট কেড়ে নিয়েছেন তিনি।

Subhashree Ganguly trolled for taking pictures with messi

কী লিখেছেন অভিনেত্রী: এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লিখেছেন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে গোট ইন্ডিয়া টুরে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলাম’। কিন্তু এই ছবি প্রকাশ্যে আসতেই কটাক্ষের মুখে পড়েছেন শুভশ্রী (Subhashree Ganguly)।

আরও পড়ুন : মেট্রো যাত্রীদের জন্য বড় আপডেট, বিমানবন্দর-শহিদ ক্ষুদিরাম সরাসরি চালু হচ্ছে পরিষেবা

ট্রোলের মুখে শুভশ্রী: যেখানে হাজারে হাজারে সাধারণ মানুষ চড়া দামের টিকিট কেটেও দেখতে পাননি মেসিকে, সেখানে তারকাদের ভিড় থাকায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কী যোগ্যতা রয়েছে শুভশ্রীর? ট্রোলে ভরে গিয়েছে কমেন্ট বক্স।

আরও পড়ুন : গল্প শেষ ‘জগদ্ধাত্রী’র, বড়পর্দার প্রস্তুতি নিয়ে মুখ খুললেন অঙ্কিতা

এদিন কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় যুবভারতী ক্রীড়াঙ্গন। ক্ষুব্ধ, উন্মত্ত জনতা রীতিমতো ভাঙচুর করে গ্যালারি। অনেকেই দোষ দিয়েছেন ম্যানেজমেন্ট এবং প্রশাসনের। গ্রেফতার করা হয়েছে আয়োজক শতদ্রু দত্তকেও।