বাংলাহান্ট ডেস্ক : বছর যত শেষের দিকে এগোচ্ছে, ততই একের পর এক চমক পেয়ে চলেছেন আমজনতা। প্রায় এক দশক পর সমস্ত জট কাটিয়ে মুক্তি পেয়েছে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree-Mimi) অভিনীত ‘ধূমকেতু’। সেই উত্তেজনা স্তিমিত হওয়ার আগেই এবার ফের ধামাকা ইন্ডাস্ট্রিতে। দীর্ঘদিনের ‘তিক্ততা’ কাটিয়ে এবার বন্ধুত্বের হাত বাড়ালেন শুভশ্রী এবং মিমি চক্রবর্তী।
বন্ধুত্ব বাড়ছে শুভশ্রী-মিমির (Subhashree-Mimi)
টলিপাড়ার অন্দরে এতদিন গুঞ্জন শোনা যেত, দুই নায়িকার মধ্যে নাকি তেমন বনিবনা নেই। তার কারণ পরিচালক রাজ চক্রবর্তী। আসলে একসময় মিমির (Subhashree-Mimi) সঙ্গে রাজ সম্পর্কে জড়িয়েছিলেন বলে শোনা যায়। কিন্তু সে সম্পর্ক পরিণতি পায়নি। শেষমেষ শুভশ্রীর (Subhashree-Mimi) সঙ্গে গাঁটছড়া বাঁধেন রাজ। শোনা যায়, প্রাক্তন ঘটিত কারণেই দুই অভিনেত্রীর মধ্যে দূরত্ব ছিল। তবে এবার তা কমে আসছে।
ভাইরাল শুভশ্রীর ভিডিও: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী (Subhashree-Mimi)। সেখানে তাঁকে বলতে শোনা যায়, বলিউডের দীপিকা থাকলে আমাদের আছে মিমি। তাঁর কথা শুনে টিমের সদস্যরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। হেসে ফেলেন মিমিও। এরপরেই অভিনেত্রী শুভশ্রীকে ইঙ্গিত করে বলেন, ‘লেডি সুপারস্টারের সঙ্গে থাকুন’। বলেই চুম্বন এঁকে দেন শুভশ্রীর (Subhashree-Mimi) গালে।
আরও পড়ুন : নামমাত্র ভাড়ায় এসি লোকালে চেপে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর, প্রকাশ্যে এল ট্রেনের টাইমটেবিল
কী বলছেন নেটিজেনরা: ভিডিওটি শেয়ার করে শুভশ্রী (Subhashree-Mimi) লিখেছেন, ‘কোল্যাব অফ দ্য ইয়ার’। জানা গিয়েছে, মুম্বইতে এই ভিডিওটির শুট করেছেন দুজনে। আর তারপর থেকেই উত্তেজিত অনুরাগীরা। কী চমক দিতে চলেছেন দুজনে? ঘুরপাক খাচ্ছে প্রশ্ন। অনেকে লিখেছেন, ‘২০২৫ এ যে আর কত চমক দেখা বাকি আছে!’
আরও পড়ুন : পুজোর আগেই কাটবে জট, চিংড়িঘাটা মেট্রোর ৩৬৬ মিটার রাস্তা নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
প্রসঙ্গত, মিমি শুভশ্রীর মধ্যে দূরত্ব কমে এসেছিল অনেকদিন আগেই। ইউভানের জন্য উপহার পাঠিয়েছিলেন ‘মাসি’ মিমি। এমনকি একে অপরের গানের তালে পা মেলাতে দেখা গিয়েছিল দুজনকে। রাজের সঙ্গে মিমির বার্তালাপ বন্ধ থাকলেও রাজ ঘরণীর দিব্যি বন্ধু হয়ে উঠেছেন প্রাক্তন সাংসদ। এই বন্ধুত্ব আগামীতে আর কী চমক দেয়, দুজনের কোন কোল্যাব প্রকাশ্যে আসে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।