বাংলাহান্ট ডেস্ক: বাংলায় পালা পার্বণ আপাতত শেষ। আর সপ্তাহ কয়েক পরে পয়লা বৈশাখ। তার আগে টুক করে একটা ছোট্ট ট্রিপ রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly)। শিডিউলের ব্যস্ততা শুরু হওয়ার আগেই জয়পুরের উদ্দেশে পাড়ি জমিয়েছেন দুজনে। সঙ্গী অবশ্যই ছেলে ইউভান ও পারিকবারিক বন্ধু অভিনেত্রী ফলক রশিদ রায় ও তাঁর স্বামী।
শনিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় সফরের ছবি, ভিডিও শেয়ার করছিলেন রাজ শুভশ্রী। নতুন শহর, খোলা রাস্তা দেখে উৎফুল্ল ইউভান (Yuvaan)। গাড়ির মধ্যেই বাবার কোলে লাফঝাঁপ শুরু করে দিয়েছিল সে। ছেলেকে খুশি দেখে মুখে হাসি উপচে পড়ছিল রাজ শুভশ্রীর।
পরিচালক বিধায়ক জানিয়েছিলেন, আজমের শরিফ দরগা, খাটুসাম, নিমরানা দুর্গে যাবেন তাঁরা। সালাসার বালাজি মন্দিরেও যাওয়ার পরিকল্পনা আছে। সেই মতো শনিবার রাতেই আজমের শরিফ দরগায় ঢুঁ মারলেন সপরিবারে রাজ ও ফলকরা। সাদা চুড়িদার পরেছিলেন শুভশ্রী। নিয়ম মেনে মাথা ঢেকেছিলেন গোলাপি ওড়নায়।
রাজও পরেছিলেন সাদা পাঞ্জাবি। মাথায় টুপি। অন্যদিকে গাঢ় নীল রঙের পাঞ্জাবিতে সেজেছিল ছোট্ট ইউভান। মাথায় সেও পরেছে টুপি। আজমের শরিফ থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রাজ। লিখেছেন, ‘ঈশ্বর সকলের মঙ্গল করুন, সকলকে রক্ষা করুন।’
রাজ জানান, তাঁরা যেখানেই ঘুরতে যান না কেন, সেখানকার ধর্মীয় স্থান অবশ্যই দর্শন করেন। এর আগে পুরী ঘুরতে গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করেছিলেন তাঁরা। তেমনি এবারে বাদ দিলেন প্রখ্যাত আজমের শরীফ দরগা।
খুব শীঘ্রই নতুন ছবির শুটিং শুরু হবে শুভশ্রীর। একগুচ্ছ ছবি রয়েছে তাঁর হাতে। ‘ডক্টর বক্সী’ ছবিতে অভিনয় করছেন তিনি। এছাড়াও মুক্তির অপেক্ষায় রাজের পরিচালনায় ‘হাবজি গাবজি’ ও ‘ধর্মযুদ্ধ’। তাই ব্যস্ততা বাড়ার আগেই কিছুদিনের জন্য ছুটি কাটাতে রাজাদের রাজ্যে রাজশ্রী ও ইউভান।