৭০-৮০ জন বিধায়ক যোগ দেবে বিজেপিতে! ‘ফাঁকা হয়ে যাবে তৃণমূল’, শুভেন্দুর বয়ানে তুলকালাম রাজ্যে

বাংলাহান্ট ডেস্ক : রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে সারা রাজ্যে। প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী গ্রেফতার হতেই রীতিমতো আসরে নেমে পড়েছে বিজেপি। জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাও কর্মসূচি শুরু করতে ব্যস্ত হয়ে পড়েছে পদ্ম শিবির। পাশাপাশি একের পর এক বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর।

কার্যত শাসকদলকে একহাত নিতে শুরু করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। জ্যোতিপ্রিয় ইস্যুতেও আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। শাসকদলের উদ্দেশ্য তিনি বলেন, ‘তৃণমূল ফাঁকা হয়ে যাবে। ৭০ জন চেয়ারম্যান ও ১৪ জন বিধায়ক সব যাবে পুরো দুর্নীতিতে। ৭০ থেকে ৮০ জন বিধায়ক বিজেপিতে আসতে চাইছে। সামনে ২৪ লোকসভা নির্বাচন। তাতে কতটা প্রভাব পড়বে তা সময় বলবে।’

আরোও পড়ুন : ‘জনগণের করের টাকা দিয়ে ক্ষতিপূরণ দিলে…’ সিঙ্গুর ইস্যুতে মমতাকে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাশাপাশি শুভেন্দুর আরোও সংযোজন, “বাংলায় বর্তমান সরকারের মন্ত্রী থেকে জনপ্রতিনিধিরা যেভাবে চুরির সঙ্গে যুক্ত তা ইডি ও সিবিআই প্রকাশ্যে আনছেন। শিক্ষা থেকে খাদ্য প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতৃত্বদের যেভাবে ইডি ও সিবিআইয়ের হাতে গ্রেফতার হচ্ছে তাতে বর্তমান সরকারের সমালোচনা বেড়ে চলেছে।”

suvendu hpp

একইসাথে শুভেন্দু অধিকারী আরোও বলেন, “সব সেম মডেল। পার্থ, অর্পিতা, কেষ্ট, সায়গল আর বাকিবুর, বালু। সবক’টার মডেল একই। জ্যোতিপ্রিয় মল্লিকের বেনামে হোটেল। এরা গোটা পশ্চিমবঙ্গে একই জিনিস করেছে। শিক্ষা গিয়েছে জেলে, খাদ্য সবে গেল জেলে। বাকি থাকল স্বাস্থ্য। স্বাস্থ্য কবে জেলে যাবে তার অপেক্ষায় পশ্চিমবঙ্গের মানুষ।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর