মমতার ‘কবিসত্ত্বা’কে কটাক্ষ শুভেন্দুর! পাশাপাশি নবজোয়ার থেকে কালীঘাটের কাকু বাদ গেল না কিছু

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য জুড়ে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসংযোগ কর্মসূচি। তৃণমূলের পক্ষ থেকে একে নব জোয়ার কর্মসূচী নাম দেওয়া হয়েছে। এবার তৃণমূলের নব জোয়ার কর্মসূচি নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু প্রশ্ন করেন, এতদিন ধরে যে নব জোয়ার কর্মসূচি হচ্ছে তার টাকা কোথা থেকে আসছে?

সাংবাদিকদের শুভেন্দু বলেন,”আমার কাছে খবর আছে প্রতিদিন এক কোটি টাকা করে খরচা হচ্ছে। এছাড়াও এই কর্মসূচির দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা বীতশ্রদ্ধ। তারা নিজেরা খরচা করে খাওয়া দাওয়া করছেন। এমনকি ফরেস্ট ডিপার্টমেন্টকে বলা হয়েছে সাপ, ইঁদুর, কুকুর ধরতে প্রস্তুত থাকতে। উনি এমন কে যে সরকার এইসব বিষয়ে এত খরচ করছে?”

এছাড়াও এদিন শুভেন্দু অধিকারী লিপস এন্ড বাউন্স প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়ে আক্রমণ করেন তৃণমূলকে। শুভেন্দুর কথায় এবার কান টানলেই মাথা আসবে। সাংবাদিকদের কাগজ দেখিয়ে শুভেন্দু দাবি করেন এই কোম্পানির বোর্ডের সবাই তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতার আত্মীয় কিংবা ঘনিষ্ঠ। মুখ্যমন্ত্রী স্বয়ং এই ম্যাসিভ স্ক্যামে যুক্ত।

IMG 20230531 20060147

পাশাপাশি শুভেন্দু অধিকারী আজ এনআরসি নিয়েও আক্রমণ করেন মমতাকে। শুভেন্দুর কথায়, মমতা সংখ্যালঘুদের কানে বিষ ঢেলে রেখেছেন। তাদের ভুল ভাঙতে সময় লাগবে। আমরা অপেক্ষা করবো। যেমন ২৭ বছর পর তারা গুজরাটে লাইন দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। মোদীজির মেজর কাজকর্ম মাইনরিটি সম্প্রদায়ের জন্য। বাংলাতে একদিন তারাও আমাদের সাথে আসবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর