‘চোর ডাকাতের কথায় উত্তর দেব না’, তৃণমূলে ফেরার কথা বলায় কুণালকে জবাব শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্ক : প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে একের পর এক ঝামেলার মধ্যে দিয়ে চলেছে তৃণমূল। এবার কুণাল ঘোষের বিতর্কিত মন্তব্যের জেরে আবারও তোলপাড় রাজ্য রাজনীতি। সম্প্রতি বিধাননগরে পুরভোটের একটি প্রচার সভায় গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, তৃণমূলে নাকি ফিরে আসতে চান শুভেন্দু অধিকারী। এবার এই দাবিরই পালটা দিলেন শুভেন্দু। ‘চোর ডাকাতের কথায়’ কান তিনি দেবেন না বলেই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

কুণাল ঘোষ বলেন, ‘আমাদের কাছে খবর আছে শুভেন্দু অধিকারী তৃণমূলে ফিরতে চান। কাঁথিতে শুভেন্দুর পরিবারের কাউকেই পুরভোটের টিকিট দেয়নি। এত নাকি ভালো কাজ করছে। বিজেপিতে এখন দম বন্ধ হয়ে আসছে শুভেন্দুর। সৌমেন্দু অধিকারী টিকিট পেলেন না কেন? তৃণমূল অধিকারী পরিবারকে সব দিয়েছিল। এদিকে দরজায় ঠকঠক চলছে। শুভেন্দু রাজ্য সরকারকে যদি না আক্রমণ করে তাহলে তো ইডি, সিবিআই এর মুখে পড়বে। কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেবে। তাই এসব বলছেন। অধিকারী পরিবারের ডানা ছাঁটছে বিজেপি। দাঁড়ালেই তো হারত। যেভাবে পরিবারতন্ত্র চালিয়েছে তৃণমূলে থাকতে, এখন তাতে ভেসেই থাকতে হবে।’

তিনি আরও জানান যে রাজনীতিতে কে কখন কোথায় যাবে তা আগে থেকে বোঝা সম্ভব নয়। কুণাল বলেন, ‘রাজনীতিতে এসব হয়েই থাকে। আমরাও তো বুঝতে পারিনি যে শুভেন্দু বিজেপিতে যোগ দেবেন। পরে জানা গেছে ২০১৪ সাল থেকেই যোগাযোগ ছিল বিজেপির সঙ্গে। কিন্তু আমাদের কাছে খবর ছিল না সেই সময়।’ একই সঙ্গে সুকান্ত মজুমদারকেও বিঁধেছেন তিনি। বিজেপিতে সার্কাস চলছে এই দাবি এনে তাঁর বক্তব্য, ‘আদি বিজেপি চায়ই না অধিকারী পরিবারকে। বিজেপিতে সার্কাস চলছে। সুকান্ত মজুমদার আগে সেই দিকে দেখুন। শান্তনু ঠাকুরদের কাজের কোনো খবর ছিল তাঁর কাছে?’ মানুষ বিজেপিতে সহ্য করতে পারছে না, এও দাবি করেন কুণাল ঘোষ।

subhendu kunal ghosh

পুরো বিষয়টিতে সেভাবে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি শুভেন্দু অধিকারী। তবে তিনি কুণাল ঘোষকে কটাক্ষ করে বলেন, ‘চোর ডাকাতের কথায় পাত্তা বা উত্তর কোনোটাই দেব না’। একুশের বিধানসভা নির্বাচনের আগে বহু নেতাই তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিলেন। কিন্তু হাওয়া বদলের সঙ্গে সঙ্গেই আবারও ঘরে ফিরেছেন প্রায় সকলেই। এবার কি তবে শুভেন্দুর পালা? এহেন দাবির প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতার এই নীরবতা কিছুটা হলেও উস্কে দিচ্ছে জল্পনা।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর