ছিলেন শিক্ষক হলেন অভিনেতা, টলিউড জয়ের পর হিন্দি ইন্ডাস্ট্রিতে অভিষেক করতে চললেন শুভ্রজিৎ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা ইন্ডাস্ট্রির নামী অভিনেতাদের মধ‍্যে অন‍্যতম শুভ্রজিৎ দত্ত (subhrajit dutta)। থিয়েটারের মঞ্চ থেকে শুরু করে ছোটপর্দা, বড়পর্দা এমনকি ডিজিটাল প্ল‍্যাটফর্মেও তাঁর অবাধ যাতায়াত। সাবলীলতার সঙ্গে প্রতিটি চরিত্রই নিখুঁত ভাবে ফুটিয়ে তোলেন তিনি। দীর্ঘ দু দশকের অভিনয় কেরিয়ারে বহু সিরিয়ালে অভিনয় করেছেন শুভ্রজিৎ।

এবার টলিউড ছেড়ে বলিউডের উদ্দেশে পাড়ি জমালেন অভিনেতা। হিন্দি ওয়েব সিরিজ ‘হায় তওবা’তে দেখা যেতে চলেছে শুভ্রজিৎকে। রোহন ঘোষের পরিচালনায় এই থ্রিলার ওয়েব সিরিজের তৃতীয় সিজনে অভিনয় করতে চলেছেন শুভ্রজিৎ। তাঁর বিপরীতে রয়েছেন একাবলী খান্না।


ওয়েব সিরিজে একজন জমিদার বাড়ির কর্তার চরিত্রে অভিনয় করতে চলেছেন শুভ্রজিৎ। তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন একাবলী। অভিনেতা জানান, বারুইপুরের রাজবাড়িতে হয়েছে শুটিং। থ্রিলার চিত্রনাট‍্যে অভিনয় করতে পেরে বেশ খুশিই শুভ্রজিৎ।

তবে এমন সফল অভিনেতার বিষয়ে একটি গোপন তথ‍্য জানলে বেশ অবাকই হবেন। আজ যিনি এত জনপ্রিয়তা পাচ্ছেন একসময় তিনিই নাকি অভিনয় জগতে আসতে চাননি। হ‍্যাঁ, শুভ্রজিতের অভিনয়ে আসাটা বেশ অদ্ভূত ভাবে। তার আগে হিঙ্গলগঞ্জে এক স্কুলে পড়াতেন শুভ্রজিৎ। ইচ্ছা ছিল কলেজের অধ‍্যাপক হওয়ার। কিন্তু বিধাতা অন‍্য কিছুই পরিকল্পনা করে রেখেছিলেন তাঁর জন‍্য।

সূত্রপাতটা হয় একটি টিভি চ‍্যানেল থেকে। জনপ্রিয় ওই চ‍্যানেলে একজন রিসার্চার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন শুভ্রজিৎ। পরে দেবপ্রতিম দাশগুপ্তের একটি নন ফিকশন প্রোজেক্টের সঙ্গে জড়িয়ে যান তিনি। তারপরেই শুরু অভিনেতা হিসেবে তাঁর পথচলা। অভিনয় ছাড়াও বহু গুণে গুণী শুভ্রজিৎ।

লেখালেখি, গান, মাউথঅর্গ‍্যান বাজানো, ছবি আঁকা কোনোটাতেই না নেই তাঁর। এমনকি ‘চিত্রকর’ এ একটি গানও গেয়েছেন তিনি। বড়পর্দায় শাশ্বত চট্টোপাধ‍্যায়ের ‘শবর’ সিরিজের ছবিগুলিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। শবরের সহকারী নন্দর চরিত্রে অভিনয় করেছিলেন শুভ্রজিৎ।

X