সুভ্রমনিয়ান স্বামীর ভবিষ্যতবাণী, দিল্লীতে ৪১ এর বেশি আসনে জিততে চলেছে বিজেপি

Published On:

দিল্লী (Delhi ) ভোটের দিন এবং তার গননার দিন নিকট আসছে যার সাথেই রাজনৈতিক মতভেদ  বৃদ্ধি পেয়েছে শাহীন বাগে। এর ই মাঝে বিজেপি নেতা সুভ্রমোনিয়ান স্বামী বাজি লাগিয়েছেন যে তার দল ভারতীয় জনতা পার্টি দিল্লীতে ৪১ এর থেকে বেশি আসন জিততে চলেছে। তিনি আরো বলেছেন যে শাহীন বাগের খারাপ আর্থিক প্রদর্শন থাকা সত্ত্বেও বিজেপি ই জিততে চলেছে দিল্লী ভোট।

স্বামী রবিবারদিন টুইটের মাধ্যমে লেখেন – “ আমি আগেই বলেছি যে ছোটো ছোটো ঝামেলা আর রাস্তা আটকানোর জন্য তৈরি আর্থিক সংকট থাকা সত্ত্বেও বিজেপি প্রায় ৪১ টি আসন জিততে চলেছে। এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে বিজেপি ৪১+ আসনের সাথে দিল্লী ভোট জিতবে।“

দিল্লী ভোট হওয়ার মাঝে কেবল একটা সপ্তাহের ও কম সময় রয়ে গিয়েছে। এর সাথেই সিএএ র বিরূদ্ধে শাহীন বাগে বিক্ষোভ চলছে , যেখানে বিজেপি পালন করছে প্রধান ভূমিকা। বিজেপি কংগ্রেস এবং কেজরিওয়াল সরকারের বিরূদ্ধে আরোপ তুলেছে যে তাদের সাহায্যেই এই বিক্ষোভ চলছে , যার দরুন বহু মানুষ কে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

দিল্লীতে ৭০ টি আসনের ওপর ভোট হতে চলেছে ৮ই ফেব্রুয়ারি তে , যার ফল প্রকাশ পাবে ১১ই ফেব্রুয়ারিতে।

সম্পর্কিত খবর

X