বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির বরিষ্ঠ নেতা তথা রাজ্যসভার সাংসদ সুব্রক্ষণ্যম স্বামী পেট্রোলের বর্ধিত দাম নিয়ে মোদী সরকারকে আক্রমণ করলেন। উনি বলেন, রামের ভারতে সীতার নেপাল আর রাবণের লঙ্কার তুলনায় অনেক বেশি দামে পেট্রোল পাওয়া যাচ্ছে। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নিজের বাজেট ভাষণে পেট্রোল প্রতি লিটার ২.৫ টাকা আর ডিজেলে ৪ টাকা প্রতি লিটার সেসের ঘোষণা করেছে।
বিজেপি নেতা সুব্রক্ষণ্যম স্বামী মঙ্গলবার একটি ছবি শেয়ার করেছেন। ওই ছবিতে লেখা আছে, ‘রামের ভারতে পেট্রোলের দাম ৯৩ টাকা, সীতার নেপালে ৫৩ টাকা আর রাবণের লঙ্কায় ৫১ টাকা।” জানিয়ে দিই, বিগত ৭ দিনে পেট্রোল আর ডিজেলের দামে কোনও বদল আসেনি।
— Subramanian Swamy (@Swamy39) February 2, 2021
জানিয়ে দিই, প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল আর ডিজেলের দাম বদলায়। সকাল ৬ টা থেকে নতুন রেট লাগু হয়ে যায়। পেট্রোল ডিজেলের দামে এক্সসাইস ডিউটি, ডিজেল কমিশন আর অন্য ট্যাক্স লাগু করে তেলের দাম প্রায় দুইগুণ হয়ে যায়। বিদেশী মুদ্রার দরের সাথে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দামের তারতম্যে পেট্রোল আর ডিজেলের দাম নির্ধারণ করা হয়।
বলে রাখি, আপনি আপনার শহরে SMS এর মাধ্যমে পেট্রোল আর ডিজেলের দাম জানতে পারবেন। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, আপনাকে RSP আর আপনার শহরের কোড লিখে 9224992249 নাম্বারে ম্যাসেজ পাঠাতে হবে। প্রতিটি শহরের কোড আলাদা আলদা হয়। আপনার শহরের কোড আপনি IOCL এর ওয়েবসাইটে পেয়ে যাবেন।