২৪ মাসেই বাজিমাত! যুবতীর বিজনেস আইডিয়া শুনেই বিনিয়োগ করলেন শার্ক ট্যাঙ্কের বিচারকরা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একজন লড়াকু এবং পরিশ্রমী মহিলার সাথে পরিচয় করাবো যিনি খুব অল্প সময়ে সাফল্যের সিঁড়ি (Success Story) বেয়ে নজির গড়েছেন। মূলত, আজ আমরা “দিল ফুডস”-এর প্রতিষ্ঠাতা অর্পিতা অদিতির প্ৰসঙ্গ উপস্থাপিত করবো। তিনি ২০২২ সালে তাঁর স্টার্টআপ শুরু করেন। অর্পিতার এই উদ্যোগ ভার্চুয়াল রেস্তোরাঁ অপারেটরদেরও সাহায্য করছে। এটির সদর দপ্তর বেঙ্গালুরুতে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রতিষ্ঠার পর থেকে, এই স্টার্টআপের মূল্য বর্তমানে ৭৫ কোটি টাকায় পৌঁছেছে।

একাধিক কোম্পানিতে কাজ করেছেন: জানিয়ে রাখি যে, অর্পিতা অদিতি MIT থেকে বায়োটেক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়েছেন। ফুড ইন্ডাস্ট্রির প্রতি তাঁর আবেগের ওপর ভর করে অর্পিতা শুরু করেন “দিল ফুডস”। উল্লেখ্য যে, দিল ফুডস শুরু করার আগে, অর্পিতা হিমালয়ান ড্রাগস, রিলায়েন্স ক্যাপিটাল এবং সুইগিতে কাজ করেছিলেন। আসলে অর্পিতা ফুড ইন্ডাস্ট্রিতে একটি আকর্ষণীয় সুযোগ খুঁজছিলেন। এদিকে, দিল ফুডস চালু করার পর তিনি তাঁর আগের উদ্যোগ নিউটনবোল্ট থেকে সরে আসেন। যেটি রেস্টুরেন্টের অনলাইন উপস্থিতি পরিচালনা করার জন্য একটি ব্যবসায়িক সংস্থা ছিল।

Success Story Of Arpita Aditi.

এই ভেঞ্চার ভার্চুয়াল কিচেনের মতো কাজ করে: আসলে দিল ফুডস ভার্চুয়াল কিচেন হিসেবে কাজ করে। এটি বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের একাধিক স্থানীয় খাদ্য প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করেছে। কোম্পানিটি ৮ টি ভিন্ন ভার্চুয়াল ফুড ব্র্যান্ড পরিচালনা করে।

আরও পড়ুন: ৬ টাকার একটি ডিম বিক্রি হল ২.৬ লাখে! এত দাম কেন? জানলে হুঁশ উড়বে

১১১ টি ফুড আউটলেটের সাথে অংশীদারিত্ব: জানিয়ে রাখি, দিল ফুডস ১১১ টি ফুড আউটলেটের সাথে অংশীদারিত্ব করেছে। এর মাধ্যমে রেস্তোরাঁ পার্টনারদের থেকে ৬ কোটি টাকার আয় এসেছে। এই স্টার্টআপটি ২০২২-২৩ অর্থবর্ষে ৮ কোটি টাকা আয় করেছিল। পাশাপাশি, ২৩-২৪ অর্থবর্ষের জন্য ৩০ কোটি টাকার সেল এবং ২.২ কোটি টাকার লাভের অনুমান করেছে এই স্টার্টআপ। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, অর্পিতার এই যুগান্তকারী ব্যবসায়িক মডেল শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া সিজন ৩-তে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি চলতি বছরের জানুয়ারিতে ০.৫ শতাংশ ইক্যুইটি শেয়ারের জন্য ৫০ লক্ষ টাকা বিনিয়োগের জন্য আবেদন করেছিলেন। তার পরে শার্ক ট্যাঙ্কের বিচারকদের মধ্যে একটি বিডিংয়ের লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত ২.৬৭ শতাংশ ইক্যুইটির জন্য ২ কোটি টাকার একটি ডিল সম্পন্ন হয়।

আরও পড়ুন: ইরান-ইজরায়েল যুদ্ধের মাঝেই খেল দেখাল চিন! বিশ্বে শোরগোল ফেলে দিল বেজিং

চারজন বিচারকই বিজনেস আইডিয়া দেখে মুগ্ধ হন: এই ডিলে শার্ক ট্যাঙ্কের চার বিনিয়োগকারী- রাধিকা গুপ্তা, বিনিতা সিং, পীযূষ বনসাল এবং রিতেশ আগরওয়াল অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, দিল ফুডস মানসম্মত, স্বাস্থ্যকর এবং ঐতিহ্যবাহী ভারতীয় খাবার সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এমতাবস্থায়, অর্পিতা আগামী ৫ বছরে দিল ফুডসকে ৭,৫০০ কোটি টাকার কোম্পানিতে পরিণত করতে চান।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর