হতে চেয়েছিলেন অফিসার! ইঞ্জিনিয়ারিংয়ের প্লেসমেন্ট ছেড়ে UPSC পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ আরুষির

বাংলা হান্ট ডেস্ক: UPSC (Union Public Service Commission) হল এমনই একটি পরীক্ষা যেটিকে দেশের অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে বিবেচিত করা হয়। শুধু তাই নয়, প্রতিবছর হাজার হাজার প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করলেও তাঁদের মধ্যে মাত্র কিছুজনই সফল হয়ে তাঁদের স্বপ্নপূরণ করতে পারেন। এমতাবস্থায় বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একজনের প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা করলেও আলাদা কিছু করতে চাইছিলেন। আর সেই লক্ষ্যেই বর্তমানে আরুষি শর্মা UPSC পাশ করে উচ্চপদস্থ আধিকারিক হিসেবে কর্মরত রয়েছেন।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আরুষি মিরাটের বাসিন্দা। তিনি দিল্লি থেকে তাঁর স্কুলের পড়াশোনা শেষ করে দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে বি.টেক করেন। যদিও, তিনি ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা তেমন উপভোগ করেননি। আর সেই কারণেই, ইঞ্জিনিয়ারিংয়ে কেরিয়ার গড়ার পরিবর্তে তিনি UPSC পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি ক্যাম্পাস প্লেসমেন্টও ছেড়ে দেন।

Success Story Of Arushi Sharma

এমতাবস্থায়, UPSC পাশ করার স্বপ্ন নিয়ে দিল্লিতে আসেন তিনি। সেখানে আরুষি এই পরীক্ষার সিলেবাস খুব ভালোভাবে বুঝে নিয়ে দিন-রাত এক করে প্রস্তুতি নিতে শুরু করেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, UPSC পাশ করার জন্য তিনি বেছে নেন সেলফ-স্টাডির পথ। আরুষি পরীক্ষার প্রস্তুতির সময়ে কঠোর পরিশ্রম করেছিলেন এবং নিজেকে সোশ্যাল মিডিয়া ও বন্ধুদের থেকেও দূরে সরিয়ে রেখেছিলেন।

আরও পড়ুন: সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! ১৬ দিনের মধ্যে ১৩ দিন‌ বন্ধ থাকছে ব্যাঙ্ক, বিপদে পড়ার আগে নিন জেনে

এদিকে, ২০২১ সালে তিনি IIS অর্থাৎ ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসেস পেয়েছিলেন। যদিও, তাতে আরুশি সন্তুষ্ট ছিলেন না। এমতাবস্থায়, পরের বছর অর্থাৎ ২০২২-এ তিনি ফের পরীক্ষা দেন। সেখানে তাঁর র‍্যাঙ্ক ছিল ৪০২। এরপর তিনি IRS (ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসেস) হিসেবে সফল হন।

আরও পড়ুন: অ্যাডভেঞ্চারের নেশা! “স্বর্গের সিঁড়ি”-তে উঠতে গিয়ে ৩০০ ফুট উচ্চতায় পিছলে গেল পা, তারপরে যা ঘটল….

প্রসঙ্গত উল্লেখ্য যে, আরুষি একদম স্কুলে পড়ার সময় থেকেই নতুন কিছু শিখতে এবং নতুন কিছু করতে আগ্রহী ছিলেন। আর সেই ইচ্ছেই তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে। তিনি বর্তমানে মুম্বাইয়ে একজন IRS অফিসার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। ইনস্টাগ্রামে তাঁর ৬৯ হাজারেরও বেশি ফলোয়ার্স রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর