বাংলা হান্ট ডেস্ক: জীবনে সফলতা অর্জনের লড়াই যে কখনোই সহজ নয়, তা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই কারণেই প্রতিটি সফল মানুষের সফলতার পেছনে থাকে এক অদম্য লড়াইয়ের কাহিনি (Success Story)। যার ওপর ভর করে কাঙ্ক্ষিত লক্ষ্যপূরণ করেন তাঁরা। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন এক লড়াকু মহিলার প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি আন্তর্জাতিক স্তরে নিজের যোগ্যতায় বিশেষ স্থান অর্জন করেছেন। পাশাপাশি তৈরি করেছেন বিরল নজিরও।
শ্রমিকের মেয়ে আজ নামকরা ডাক্তার: ডাঃ জুলেখা দাউদ (Dr .Zulekha Daud) এমনই একজন নারী যিনি দারিদ্রের ভ্রুকুটিকে জয় করে দেশ ছেড়ে বিদেশে গিয়ে নাম কুড়িয়েছেন। আজ তিনি তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে সমগ্র বিশ্বে আলোচিত হচ্ছেন। ৮৪ বছর বয়সী ডাঃ জুলেখা দাউদ মহারাষ্ট্রের নাগপুরে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আজ তিনি দুবাইয়ের অন্যতম ধনী ভারতীয় মহিলা হিসাবে পরিচিত।
জানা গিয়েছে, জুলেখার বাবা দিনমজুরের কাজ করে কোনোমতে সংসার চালাতেন। এমতাবস্থায়, জুলেখা সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে নিজের পড়াশোনা চালিয়ে যান এবং পরবর্তীকালে চিকিৎসক হন। ডাক্তারির পড়া শেষ করে তিনি ১৯৬৪ সালে সংযুক্ত আরব আমিরশাহী যান। এদিকে, আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, তিনিই প্রথম ভারতীয় ডাক্তার যিনি সংযুক্ত আরব আমিরশাহীতে মেডিসিনের প্র্যাকটিস শুরু করেন। তিনি দুবাইতে ১০,০০০ টি শিশুর ডেলিভারি করেছেন।
আরও পড়ুন: এ যুগের কর্ণ! স্কুল তৈরির জন্য ৩০ লক্ষ টাকার জমি দান করে নজির গড়লেন চার কৃষক ভাই
১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় জুলেখা হাসপাতাল গ্রুপ: জুলেখা দাউদ ৬০ বছর আগে দুবাইতে তাঁর চিকিৎসক জীবন শুরু করেন। সেই সময়ে চিকিৎসার ক্ষেত্রে খুব বেশি সুযোগ-সুবিধা ও প্রযুক্তির ব্যবহার ছিল না। এই বিষয়টি মাথায় রেখেই তিনি সাধারণ মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য ১৯৯২ সালে জুলেখা হসপিটাল গ্রুপের শুরু করেন।
আরও পড়ুন: ফেল করেছিলেন ষষ্ঠ শ্রেণিতে! হার না মেনে UPSC পাশ করে IAS অফিসার হয়ে নজির গড়লেন ইনি
তিনিই হলেন জুলেখা হসপিটাল গ্রুপের চেয়ারম্যান। ২০১৯ সালে, ডাঃ জুলেখা দাউদ প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার পেয়েছেন। বর্তমানে জুলেখা দাউদের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এর কারণ তিনি ফোর্বসের মধ্যপ্রাচ্যের শীর্ষ ১০০ জন ধনী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। জুলেখা গ্রুপ হাসপাতালের বার্ষিক আয় ৪৪০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৩,৬৬২ কোটি টাকা।
উল্লেখ্য যে, জুলেখা হসপিটাল গ্রুপ শুধুমাত্র সংযুক্ত আরব আমিরশাহীতেই নয়, বরং ভারতেও সাশ্রয়ী মূল্যে এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে। তিনি নাগপুরে একটি টপ মেডিক্যাল সেন্টার খোলার জন্য বিশ্বব্যাঙ্ক থেকে ১৯৮ কোটি টাকা পেয়েছেন। পাশাপাশি, তাঁর গ্রুপ ২০ কোটি টাকা প্রদান করেছে।