বাবা করেন চাষাবাদ! কঠোর পরিশ্রমে প্রথমে IPS এবং পরে IAS হলেন মেয়ে, গড়লেন নজির

Published on:

Published on:

Success Story of IAS Komal Poonia.

বাংলা হান্ট ডেস্ক: ভারতের একটি অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে বিবেচিত হয় UPSC। এই পরীক্ষায় প্রতিবছর হাজার হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও তাঁদের মধ্যে মাত্র কয়েকজনই সফল হতে পারেন। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একজনের প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি সমগ্র প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে অদম্য জেদ এবং পরিশ্রমের ওপর ভর করে এই পরীক্ষায় সফল (Success Story) হয়েছেন। মূলত, আজ আমরা জানাবো IAS কোমল পুনিয়ার প্রসঙ্গে। উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা কোমল ইতিমধ্যেই তাঁর দুর্দান্ত কৃতিত্বের মাধ্যমে সবাইকে চমকে দিয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি টানা ২ বছর UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন।

চমকে দেবে কোমলের সাফল্যের কাহিনি (Success Story):

প্রথমে যখন তিনি UPSC পাশ করেন, তখন তিনি IPS-এর জন্য নির্বাচিত হন। কিন্তু, তাও তিনি UPSC-র জন্য প্রস্তুতি চালিয়ে যান এবং টানা দ্বিতীয় বছরে দেশের সবচেয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০২৪ সালের পরীক্ষায় সর্বভারতীয় পর্যায়ে ষষ্ঠ স্থান অর্জন করেন কোমল। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ছোটবেলা থেকেই কোমল পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। ২০১৬ সালে সিবিএসই বোর্ড পরীক্ষায় তিনি জেলায় শীর্ষস্থান অধিকার করেন। সেই সময় থেকেই কোমল প্রশাসনিক চাকরিতে যোগদানের স্বপ্ন দেখতেন।

Success Story of IAS Komal Poonia.

IIT রুরকি থেকে বি.টেক ডিগ্রি অর্জন করেন: কৃষক পরিবারের সন্তান কোমল তাঁর প্রাথমিক শিক্ষা একটি বেসরকারি স্কুল থেকে সম্পন্ন করেন। এরপর তিনি জওহর নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির প্রবেশিকা পরীক্ষা দেন। যেখানে তিনি সফল হন। তিনি জওহর নবোদয় বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। দ্বাদশ শ্রেণির পর, প্রবেশিকা পরীক্ষার ভিত্তিতে সে IIT রুরকিতে বি.টেক-এর জন্য নির্বাচিত হয়। বি.টেক করার পরপরই, কোমল UPSC-র জন্য প্রস্তুতি শুরু করেন।

আরও পড়ুন: দ্বিতীয়বার ভারত সফরে মেসি! প্রধানমন্ত্রীর সঙ্গে করবেন সাক্ষাৎ, ইডেনে সৌরভরা খেলবেন বিশেষ ম্যাচ

প্রথমবার তিনি এই পরীক্ষায় সফল হননি। এরপর, তিনি দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণ করেন। যেখানে কোমল ৪৭৪ তম স্থান অর্জন করেন এবং IPS-এর জন্য নির্বাচিত হন। উল্লেখ্য যে, কোমলের দাদা বিশ্বেন্দ্র সিং IIT রুরকি-র একজন অধ্যাপক। অপরদিকে, তাঁর দিদি ঋতিকা পুনিয়া ফিরোজাবাদের একটি ইন্টার কলেজের অধ্যাপিকা।

আরও পড়ুন: এশিয়া কাপে কোথায় সম্পন্ন হবে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ? ঘোষণা হল টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচির

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কোমল পুনিয়া ভারতের সেই হাজার হাজার তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন যাঁরা হাজারও প্রতিকূলতা সত্ত্বেও তাঁদের স্বপ্নপূরণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি, কোমল এটাও প্রমাণ করেছেন যে, ব্যর্থতার মুখোমুখি হলেও সঠিক জেদ এবং পরিশ্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য একদিন ঠিক হাসিল করা সম্ভব।