বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমাদের দেশে কঠিন পরীক্ষাগুলির তালিকায় এক্কেবারে প্রথম দিকে থাকে UPSC (Union Public Service Commission)। এই পরীক্ষায় সফলতা লাভের মাধ্যমেই দেশের গুরুত্বপূর্ণ সব প্রশাসনিক পদে কাজ করতে পারেন যোগ্য প্রার্থীরা। স্বাভাবিকভাবেই, এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে অক্লান্ত পরিশ্রম করতে হয় পরীক্ষার্থীদের। আর সেই পরিশ্রমের ওপর ভর করেই তাঁরা করে ফেলেন স্বপ্নপূরণ।
তবে, প্রত্যেকেরই এই সফলতার যাত্রা হয় ভিন্ন ধরণের। বর্তমান প্রতিবেদনে আমরা সেইরকমই এক প্রসঙ্গ উপস্থাপিত করব। মূলত, আজ আমরা IAS অফিসার রুকমণি রিয়ার (IAS Rukmani Riar) সাফল্যের কাহিনি আপনাদের জানাবো। যেখানে ব্যর্থতাকে দূরে সরিয়ে রেখেই তিনি আজ তৈরি করছেন সফলতার কাহিনি।
রুকমণি ষষ্ঠ শ্রেণিতে ফেল করেছিলেন: রুকমণি প্রথম দিকে পড়াশোনায় খুব একটা ভালো ছাত্রী ছিলেন না। এমনকি, তিনি ষষ্ঠ শ্রেণিতে ফেলও করেন। এমতাবস্থায়, এই ব্যর্থতার পর তিনি তাঁর পরিবারের সদস্য এবং শিক্ষকদের সামনে যেতে সাহস পাননি। পাশাপাশি, সকলে কি ভাববেন তা নিয়েও মানসিকভাবে ভেঙে পড়েন রুকমণি। এদিকে, বেশ কয়েক মাস পরে তিনি নিজেকে এই ভাবনা থেকে বের করে আনেন এবং এই ভয়কেই তাঁর অনুপ্রেরণা বানিয়ে নেন।
রুকমণি তাঁর প্রাথমিক শিক্ষা লাভ করেন গুরুদাসপুর থেকে: রুকমণি তাঁর প্রাথমিক শিক্ষা গুরুদাসপুর থেকে লাভ করেন। এরপর তিনি ডালহৌসির স্যাক্রেড হার্ট স্কুলে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন। এছাড়াও, দ্বাদশ শ্রেণির পরে রুকমণি অমৃতসরের গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞানে স্নাতক হন। পরবর্তীকালে তিনি মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট থেকে সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি স্বর্ণপদকও লাভ করেন।
আরও পড়ুন: জুতো সারাই করতেন বাবা! পেটের দায়ে চালিয়েছেন রিকশাও, আজ সেই ব্যক্তি গড়েছেন ১০০ কোটির সাম্রাজ্য
অনেক NGO-তে ইন্টার্নশিপ করেছেন তিনি: স্নাতকোত্তর করার পর, রুকমণি মহীশূরের অশোদয় এবং মুম্বাইতে অন্নপূর্ণা মহিলা মন্ডলের মতো NGO-তে ইন্টার্নশিপ করেন। পাশাপাশি, ওই সময়ে তিনি সিভিল সার্ভিসের প্রতি আকৃষ্ট হন এবং UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন।
UPSC-র প্রথম প্রচেষ্টায় হন সফল: মূলত, ইন্টার্নশিপের পর তিনি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রথম প্রচেষ্টাতেই সফলতা অর্জন করেন। রুকমণি UPSC পরীক্ষার প্রস্তুতির জন্য কোনো কোচিংয়ে ভর্তি হননি বরং নিজের চেষ্টাতেই পড়াশোনা করেছিলেন। ২০১১ সালে রুকমণি UPSC-তে AIR2 পাশ করেন এবং এর মাধ্যমেই তাঁর IAS অফিসার হওয়ার স্বপ্নও পূরণ করেন।
এভাবেই নেন প্রস্তুতি: UPSC পরীক্ষার প্রস্তুতির জন্য, রুকমণি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত NCERT-র বই থেকেই প্রস্তুতি শুরু করেছিলেন এবং ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য তিনি প্রতিদিন সংবাদপত্র এবং ম্যাগাজিন পড়তেন। এমনকি, রুকমণি অনেক মক টেস্টেও অংশ নেওয়ার পাশাপাশি বিগত বছরের প্রশ্নপত্রও গুরুত্বের সাথে সমাধান করেন।