ফিরিয়েছেন ১,৪০০ কোটির প্রস্তাব! প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা তৈরি করে বিশ্বকে অবাক করেছেন ভারতের “প্লাস্টিক ম্যান”

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে প্লাস্টিকজাত দ্রব্যের ব্যবহার। যার ফলে বাড়ছে প্লাস্টিকজাত বর্জ্যের পরিমাণও। এমনকি, পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে, ওই বর্জ্যগুলির প্রভাবে ঘটছে পরিবেশ দূষণ (Pollution)। আর এই কারণেই এখন প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করার জন্য প্রতিটি স্তরে চেষ্টা করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন মাদুরাইয়ের টিসিই ইঞ্জিনিয়ারিং কলেজের একজন অধ্যাপক। যাঁকে আজ সবাই “প্লাস্টিক ম্যান অফ ইন্ডিয়া” (Plastic Man Of India) নামে চেনে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি তাঁর মহতী কর্মকান্ডের জেরে ইতিমধ্যেই ভারত সরকারের কাছ থেকে পদ্মশ্রীর মতো বড় সম্মানে ভূষিত হয়েছেন

প্লাস্টিক দিয়ে তৈরি করেছেন রাস্তা: প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করা ওই অধ্যাপকের নাম রাজাগোপালন বাসুদেবন। যিনি মাদুরাইয়ের টিসিই ইঞ্জিনিয়ারিং কলেজের রসায়নের অধ্যাপক। জানা গিয়েছে, ২০০২ সালে বাসুদেবন প্রথম থিয়াগরাজার কলেজ ক্যাম্পাসে প্লাস্টিক বর্জ্য থেকে একটি রাস্তা তৈরি করতে সফল হন। তবে, বাসুদেবনের এই গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি পেতে অনেকটা সময় লেগেছিল। প্রায় ১০ বছরের কঠোর পরিশ্রমের পরে, যখন তিনি তাঁর প্রোজেক্টটি তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতার কাছে নিয়ে গিয়েছিলেন তখন এই বিষয়টি স্বীকৃতি পায়। পাশাপাশি, প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, জয়ললিতা তাঁর কাজের প্রশংসা করে এই বিষয়ে তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেন।

Success Story Of Plastic Man Of India Rajagopalan Vasudevan

আমেরিকার ১,৪০০ কোটি টাকার প্রস্তাব করেন প্রত্যাখ্যান: যখন অন্যান্য দেশগুলি এই ধারণা সম্পর্কে জানতে পারে তখন তারা বাসুদেবনের কাছ থেকে এটি কেনার চেষ্টা করে। যদিও, বাসুদেবন তা প্রত্যাখ্যান করে আইডিয়াটি বিনামূল্যে ভারত সরকারের কাছে হস্তান্তর করেছিলেন। যার সাহায্যে ইতিমধ্যেই হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, আমেরিকা তাঁর কাছ থেকে এই প্রযুক্তিটি কেনার জন্য প্রায় ১,৪০০ কোটি টাকা প্রস্তাব করেছিল। কিন্তু তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

আরও পড়ুন: মাটির ঘরে থেকে শ্রমিকের কাজ করে পড়িয়েছেন মা! আজ IAS হয়ে দেশের সেবা করছেন অরবিন্দ

বর্তমানে বাসুদেবনের এই উপায়কে কাজে লাগিয়েই পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা এমনকি জাতীয় সড়কেও প্লাস্টিক বর্জ্যকে কাজে লাগিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়, বিষয়টিতে অনুপ্রাণিত হয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক প্লাস্টিক বর্জ্যকে ব্যাপক হারে ব্যবহার করার মিশন শুরু করেছে। ভারতে ইতিমধ্যেই প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি প্রায় ১,০০,০০০ কিমি রাস্তা রয়েছে। পাশাপাশি আরও কয়েকটি প্রকল্প চলছে।

আরও পড়ুন: স্কুলে ফেল করেছেন দু’বার! আজ ৯৭,৪৭৬ কোটি টাকার কোম্পানি তৈরি করে রাজ্যের ধনী ব্যক্তি হলেন ইনি

এখন সারা বিশ্ব এই প্রযুক্তি ব্যবহার করে: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এখন শুধু ভারতই নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশ বাসুদেবনের কৌশল প্রয়োগ করছে। ইন্দোনেশিয়ার বালি, সার্বিয়া, বেকাসি, মাকাসার এবং অন্যান্য জায়গায় প্লাস্টিক-অ্যাসফল্ট মিশ্রণ ব্যবহার করে একই প্রযুক্তিতে প্লাস্টিকের রাস্তা তৈরি করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর