বাংলা হান্ট ডেস্ক: জীবনে সফল হতে প্রত্যেকেই চান। কিন্তু, সফলতা অর্জনের (Success Story) ক্ষেত্রে যে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হতে হয় সেটা অত্যন্ত কঠিন। তবে, সেই কন্টকাকীর্ণ পথকে অতিক্রম করেই যাঁরা এগিয়ে চলেন তাঁরাই তৈরি করেন এক উত্তরণের কাহিনি। যা উদ্বুদ্ধ করে প্রত্যেককে। বর্তমান প্রতিবেদনেও আমরা ঠিক সেই রকমই এক লড়াকু ব্যক্তিত্বের প্রসঙ্গ উপস্থাপিত করব। যিনি একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তাঁর দু’টি পা এবং একটি হাত হারালেও দেশের অন্যতম কঠিন পরীক্ষা UPSC-তে উত্তীর্ণ হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
UPSC-তে সফল (Success Story) হয়ে দৃষ্টান্ত গড়েছেন IAS সুরজ তিওয়ারি:
মূলত, আজ আমরা আপনাদের কাছে IAS সুরজ তিওয়ারির প্রসঙ্গে জানাবো। উত্তরপ্রদেশের ইউপির মইনপুরীর বাসিন্দা সুরজ তিওয়ারি ২০২২ দলের UPSC পরীক্ষায় ৯৭১ র্যাঙ্ক হাসিল (Success Story) করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, ট্রেনে সফরের সময়ে দাদরিতে তিনি দুর্ঘটনার সম্মুখীন হন। ওই দুর্ঘটনায় সুরজ তাঁর দুই পা, ডান হাত এবং বাম হাতের দু’টি আঙুল হারান।
View this post on Instagram
বাবা করেন দর্জির কাজ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সুরজের বাবা দর্জির কাজ করেন। সুরজ তাঁর প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন শিক্ষা নগরের মহর্ষি পরশুরাম স্কুল থেকে। তিনি ২০১১ সালে এসবিআরএল ইন্টার কলেজ মইনপুরী থেকে দশম শ্রেণি এবং ২০১৪ সালে সম্পূর্ণানন্দ ইন্টার কলেজ আরাম সরাই বেওয়ার থেকে দ্বাদশ শ্রেণি পাশ (Success Story) করেন।
আরও পড়ুন: সুখবর! এই কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, কীভাবে করবেন আবেদন?
এদিকে, ২০১৭ সালে, সুরজ পাশ করেন B.sc। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, UPSC-র মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যেখানে হাজার হাজার পরীক্ষার্থী বছরের পর বছর পরিশ্রম করেন সেখানে সুরজ তাঁর প্রথম প্রচেষ্টাতেই সফলতা (Success Story) হাসিল করেন।
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বিরাট পদক্ষেপ টাটা গ্রুপের! তৈরি হবে ৫০০ কোটির ট্রাস্ট
প্রসঙ্গত উল্লেখ্য যে, ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হয়ে সুরজ প্রায় ৩ মাস শয্যাশায়ী ছিলেন। শারীরিক দিক থেকে তিনি অক্ষম হয়ে পড়লেও মানসিক দিক থেকে শক্তিশালী ছিলেন। মাত্র ৩ টি আঙুল দিয়েই তিনি লেখালেখি শুরু করেন। শুধু তাই নয়, ২০১৮ সালে, সুরজ দিল্লিতে জেএনইউ-তে BA-তে নতুন করে ভর্তি হন। এরপর, ২০২১ সালে তিনি BA পাশ করেন এবং পরবর্তীকালে MA-তে ভর্তি হন। তারপরের বছরই তিনি UPSC পরীক্ষা দেন এবং তাতে সফল (Success Story) হন।