বাংলা হান্ট ডেস্ক: সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে যাঁরা লক্ষ্যপূরণের দিকে এগিয়ে যান তাঁরাই গড়ে তোলেন সফলতার এক অনন্য কাহিনি (Success Story)। শুধু তাই নয়, তাঁদের সেই লড়াকু সফর উদ্বুদ্ধ করে সবাইকে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেইরকমই এক লড়াকু পড়ুয়ার প্রসঙ্গ উপস্থাপিত করব। মূলত, রাজস্থানের বারান জেলার একটি ছোট্ট গ্রাম ভাদাদসুইর বাসিন্দা মনু মীনা তাঁর সংগ্রাম এবং আবেগ দিয়ে ডাক্তার হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। হিন্দি মাধ্যমে পড়াশোনা করা মনু ২০২৫ সালের NEET পরীক্ষায় তাঁর বিভাগে ৭৪৮ তম স্থান অর্জন করেন। এমতাবস্থায়, বর্তমানে তিনি একটি সরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়বেন।
চমকে দেবে মনুর সাফল্যের কাহিনি (Success Story):
মা করেন শ্রমিকের কাজ; অর্থাভাবে স্বপ্নপূরণ হয়নি দাদার: মূলত, মনুর এই সাফল্যের (Success Story) পেছনে রয়েছে তাঁর মায়ের কঠোর পরিশ্রম এবং দাদার ত্যাগ। মনু তাঁর ছোট বাড়িতে মা কলাবতী বাই এবং দাদা অজয় মীনার সাথে থাকে। মা সরকারি প্রকল্পে এবং জমিতে শ্রমিক হিসেবে কাজ করেন। তবে, সন্তানদের শিক্ষিত করার ক্ষেত্রে তিনি সবসময় চেষ্টা করেছেন। দীর্ঘ অসুস্থতার পর ২০১১ সালে মনুর বাবার মৃত্যু হয়। মনু তখন খুব ছোট ছিলেন। এমতাবস্থায়, সংসারের পুরো দায়িত্ব মনুর মায়ের ওপর পড়ে।
দাদা ডাক্তার হতে চেয়েছিলেন: মনুর দাদা অজয়ও ডাক্তার হতে চেয়েছিলেন। তিনি বায়োলজি নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ করেন। কিন্তু বাড়ির আর্থিক সঙ্কটের কারণে দুই ভাই একসঙ্গে পড়াশোনা করতে পারেননি। সেই মতিন অজয় তাঁর স্বপ্নকে একপাশে রেখে মনুর জন্য পথ তৈরি করেন এবং নিজে বি.এসসি.-তে ভর্তি হন। মনু দশম শ্রেণিতে ৯১.৫০ শতাংশ নম্বর পেয়ে তাঁর প্রতিভা প্রমাণ করেন। কিন্তু NEET প্রস্তুতির জন্য কোচিং করা ছিল একটি বড় চ্যালেঞ্জ।
সরকারি প্রকল্পের মাধ্যমে পড়াশোনা: আর্থিক সঙ্কটের মধ্যেও, মনু সাহস হারাননি। বরং, তিনি রাজস্থান সরকারের মুখ্যমন্ত্রী অনুপ্রতী কোচিং স্কিমের সাহায্য নেন। এই স্কিমের আওতায় মনু দুই বছর ধরে বিনামূল্যে কোচিং, থাকার ব্যবস্থা এবং খাবার পেয়েছিলেন। সেখান থেকে তাঁর জীবন এক নতুন মোড় নেয়। কোচিং চলাকালীন, মনু হিন্দিতে স্টাডি মেটিরিয়াল, টেস্ট সিরিজ এবং ডাউট সলভিংয়ের সুবিধা পেয়েছিলেন।
আরও পড়ুন: মুহূর্তের মধ্যে সব শেষ! উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে আচমকাই হড়পা বান, সামনে এল সেই ভয়াবহ ভিডিও
হিন্দি মিডিয়ামে পড়াশোনা করেই সাফল্য: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শিক্ষকরা মনুকে কখনও এমনটা অনুভব করতে দেননি যে, তিনি হিন্দি মিডিয়ামে ছাত্র। মনু বলেন যে, “সবাই বলত যে হিন্দি মিডিয়ামে ছাত্র থেকে NEET পাশ করা কঠিন। কিন্তু আমার শিক্ষকদের সাহায্যের কারণে এটি আমার শক্তি (Success Story) হয়ে ওঠে।”
আর এইভাবেই ২০২৫ সালের NEET পরীক্ষায় মনু তাঁর বিভাগে ৭৪৮ তম স্থান অর্জন করেছেন। তার কাছে এটি নিছক একটি সফলতা নয়, তাঁর মায়ের সংগ্রাম এবং দাদার ত্যাগের প্রতিদান হিসেবেও পরিগণিত হচ্ছে। মনু জানান যে, “আমি আজ এখানে কারণ আমার মা হাল ছাড়েননি এবং আমার দাদা তাঁর স্বপ্ন আমার জন্য ত্যাগ করেছিলেন।” মনুর এই কাহিনি প্রতিটি পড়ুয়ার জন্য অনুপ্রেরণা। বিশেষ করে এই সফলতার কাহিনি (Success Story) সেইসব পড়ুয়াদের উৎসাহিত করবে যাঁরা বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও তাঁদের স্বপ্নকে পূরণ করার জন্য লড়াই করে চলেছে।